শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জাপার কর্মী সমাবেশ পণ্ড ব্যাংক-ব্যবসায়ীদের সমন্বয়ে গ্যাসের দাম হঠাৎ বৃদ্ধি রোধ সম্ভব নিয়োগ পরীক্ষায় অসদুপায় রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জিরো টলারেন্স। উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিটের দরকার নেই : আসিফ নজরুল অতীশ দীপঙ্করের নামে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সময়ের দাবি এক যুগ পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠল আলজেরিয়া যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি জানিয়েছে বুরকিনা ফাসো গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন : মির্জা ফখরুল অবৈধভাবে যারা ডিমের অর্থ হাতায় তাদের ছাড় নয় : ফরিদা আখতার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা দায়মুক্তি পাচ্ছেন : আসিফ নজরুল

আলিয়া ভাট হতে পারবেন মাধুরী

  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪০৪ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: বলিউড সুপারস্টার মাধুরী দিক্ষীত। নানামাত্রিক গল্পের ছবিতে বৈচিত্রময় চরিত্রে তিনি কিংবদন্তীতূল্য। তার অভিনয়, ভুবন ভোলানো হাসি দর্শকের মনে দাগ কেটে চলেছে সেই নব্বই দশক থেকেই। আর তার নাচের খ্যাতি তো আকাশ ছোঁয়।

মাধুরী ভক্তদের জন্য এবার আসছে নতুন সুখবর। বলিউডের অন্দরে কানাঘুষো বলছে বলিউড ডিভা মাধুরী দীক্ষিতের বায়োপিক তৈরি হবে বলে। ছবিটি নির্মাণ করবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান। আর সেই বায়োপিকে মাধুরীর ভূমিকায় অভিনয় করবেন জেন ওয়াইয়ের হার্টথ্রব আলিয়া ভাট।
সম্প্রতি মাধুরী এক সাক্ষাৎকারে নিজেই এই বায়োপিকের আভাস দিয়েছেন। বায়োপিকের জন্য মাধুরীর পছন্দ আলিয়া। মাধুরীর মতে চরিত্রের জন্য আলিয়াকে কত্থক শিখতে হবে। নাচ এবং মাধুরী সম্পর্ক সকলেরই জানা। তাই এই বায়োপিক তৈরি হলে আলিয়াকে নাচ শিখতে হবে বৈকী।

‘কলঙ্ক’ ছবিতে প্রথম মাধুরীর সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছিলেন আলিয়া। তাই ফিল্মবোদ্ধাদের একাংশের মত, আলিয়াকে কাছ থেকে দেখে মনে মনে এই সিদ্ধান্ত তখনই নিয়েছিলেন মাধুরী। আলিয়াকে তিনি বিশেষ স্নেহও করেন বলে জানা গেছে।

এমনিতেই ‘কলঙ্ক’-এর প্রচার করার সময় বরাবরই আলিয়ার প্রশংসা করেছেন মাধুরী। তাই মাধুরীর বায়োপিক তৈরি হলে আলিয়ার সামনে নতুন চ্যালেঞ্জ উপস্থিত হবে। তবে তিনি নাচ শিখে মাধুরীর মতো পর্দায় হাজির হতে পারবেন কী না সেটাই দেখার বিষয়।

প্রসঙ্গত আলিয়া এখন তার প্রথম দক্ষিণী ছবি ‘আরআরআর’ এর শ্যুটিংয়ে ব্যস্ত। রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র কিছু শুটিংও। তারপর তিনি শুরু করবেন ‘সড়ক ২’ ও ‘ইনশাআল্লা’র কাজ। তাই মাধুরীর বায়োপিক এখন অনেক দূরের গন্তব্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com