বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খেলাধুলাকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই : আমিনুল হক অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া প্রধান উপদেষ্টার কাছে আজ সংস্কার প্রস্তাব জমা দেবে ৪ কমিশন দক্ষিণ কোরিয়ায় অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার তুরাগ ৫৩ নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে হতদরিদ্রের মাঝে  শীতবস্ত্র বিতরণ ১ লা মাঘ হযরত শাহ্ কবির (রহঃ) ও পাগল শাহ্ ( রহঃ) বাৎসরিক পবিত্র ওরশ  মানুষ চায় জনগণের সরকার : আমিনুল হক বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার প্রজেক্টরে ভেসে উঠলো শেখ মুজিবুরের ছবি ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক

বাংলা ওয়েবসাইট চালু করলেন ঢাকায় মার্কিন দূতাবাস

  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০
  • ২১০ বার পঠিত

অনলাইন ডেস্ক: ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলা ভাষায় একটি ওয়েবসাইট চালু করেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জোয়ান ওয়াগনার এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

বাংলাভাষীদের তথ্যপ্রাপ্তির সুযোগ নিশ্চিত এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক প্রসারিত করতে এটি সহায়তা করবে বলে মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াগনার বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশে এবং বিশ্বজুড়ে বাংলাদেশিদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। বাংলাদেশের ১৯৫২ সালের ভাষা আন্দোলনই জাতিসংঘকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রবর্তনে উৎসাহিত করে। এই ঐতিহাসিক বাংলাভাষা আন্দোলনকে শ্রদ্ধা জানাতে দূতাবাসের পক্ষে এর নতুন বাংলা ওয়েবসাইট উদ্বোধন করা আমার জন্য সম্মান এবং আনন্দের।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের বাংলা ভাষার ওয়েবসাইট ও ইংরেজি ওয়েবসাইট প্রায় একইরকম। এ ওয়েবসাইট থেকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ক্রমবর্ধমান দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, ভ্রমণ ভিসা, সংস্কৃতি, শিক্ষা ও পেশাগত কার্যক্রম বিনিময়সহ বিভিন্ন বিষয়ে তথ্য জানা যাবে।

এ ওয়েবসাইট দূতাবাসকে বাংলাদেশিদের সঙ্গে আরও কার্যকরভাবে যোগাযোগে সহায়তা করবে। দুই ভাষার মানুষের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি, ব্যবসা-বাণিজ্যের সুযোগ, যুক্তরাষ্ট্র ভ্রমণের ভিসা এবং শিক্ষাগত ও পেশাগত কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে যাতে তথ্য পাওয়া নিশ্চিত হয়, সেজন্য বাংলা ও ইংরেজি উভয় ওয়েবসাইটই নিয়মিত আপডেট করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তি, মিডিয়া নোট, প্রেস বিবৃতি, সংবাদবিষয়ক অনুষ্ঠান, নিরাপত্তা ও জরুরি বার্তা, বক্তৃতা, মিডিয়া সাক্ষাৎকার এবং অন্যান্য বার্তা ইংরেজি এবং বাংলা উভয় ভাষায়ই পোস্ট করা অব্যাহত থাকবে।

বাংলাদেশের বাইরে থাকায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। তবে নতুন ওয়েবসাইট সম্পর্কে তিনি একটি বার্তা পাঠিয়েছেন। এতে তিনি বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে যুক্তরাষ্ট্র দূতাবাসের নতুন বাংলা ভাষার ওয়েবসাইটের উদ্বোধন ঘোষণা করতে পেরে আমি গর্বিত। আমরা আশা করি, এ অসাধারণ জাতি যে ভাষার মর্যাদা রক্ষার জন্য বীরত্বের সঙ্গে লড়েছে সেই বাংলা ভাষার নতুন ওয়েবসাইট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে।‘

যুক্তরাষ্ট্র দূতাবাসের বাংলা ওয়েবসাইট দেখতে এই ঠিকানায় (https://bd.usembassy.gov/bn/) এবং ইংরেজি ওয়েবসাইট দেখতে যেতে হবে(https://bd.usembassy.gov/) এই ঠিকানায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com