নিউজ প্রতিবেদক : করোনা সংকটে পোশাক কারখানা লে অফ ঘোষণা এবং শ্রমিক ছাঁটাই না করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার (২ মে) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘তৈরি পোশাক কারখানগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এই সংকটে কোনো শ্রমিক ছাঁটাই এবং লে অফ করা হবে না। ঢাকায় অবস্থাররত শ্রমিকদের দিয়েই কারখানা পরিচালনা করবে। বিভিন্ন জেলা বা গ্রামে অবস্থানরত শ্রমিকদের বেতনের একটি অংশ দেওয়া হবে। তাদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করা হবে।
‘প্রকৃতপক্ষে আমরা দেখছি দলে দলে বিভিন্ন উপায়ে শ্রমিকরা ঢাকায় ফিরছেন। তারা বলছেন, তাদের অফিস থেকে ডাকা হয়েছে। গতকাল শুনলাম গাজীপুরে একটি কারখানা লে অফ ঘোষণা করা হয়েছে। ছাঁটাই করা হয়ে শ্রমিকদের। এটা তো হওয়ার কথা ছিলো না।
সরকার পোশাক খাতের সুরক্ষায় ইতিমধ্যেই নিম্ন সুদে প্রণোদনাসহ রপ্তানি আদেশ অব্যাহত রাখতে নানামুখী উদ্যোগ নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বিভিন্ন দেশের সরকার প্রধানকে টেলিফোনে অনুরোধ জানিয়েছেন। এই সংকটে পোশাক শিল্পের মালিকরা উদার মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করেবন বলে আমার বিশ্বাস।
‘সরকার আপনাদের পাশে রয়েছে। আপনারা শ্রমিক ভাইবোনদের পাশে থাকুন। শ্রমিক ছাঁটাই ও কারখানা লে অফ ঘোষণা যারা করছেন তাদের বিরত রাখুন।