শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাবিতে ছাত্রদল নেতা কর্তৃক নারী শিক্ষার্থীদের কটূক্তির প্রতিবাদে উত্তরায় ছাত্রশিবিরের মানববন্ধন নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না : ইসি মাছউদ পররাষ্ট্রসচিবের সঙ্গে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক সহিংস পরিবেশে গণতন্ত্র পুনঃস্থাপন করা যায় না: ফ্রাঁসোয়া ভ্যালেরিয়ান চুরি হওয়া অর্থ পাচার রোধে বৈশ্বিক পদক্ষেপ জোরালো করার আহ্বান প্রধান উপদেষ্টার ফের এক হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২ বিভাগ জয়া আহসানের ‘ফেরেশতে’ মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে ভূমি উপদেষ্টা:পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত সুষ্ঠু নির্বাচন হলে ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী দেশের জন্য প্রাণ দেওয়া তরুণদের আত্মত্যাগ বৃথা যাবে না : শিক্ষা উপদেষ্টা

কঠোর লকডাউন চাইলেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি দেশটিতে সেনা মোতায়েন করে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারি করার অনুরোধ জানিয়েছেন। খবর : আল জাজিরা।

ইরানে হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় তিনি দেশটির শীর্ষ নেতা আলি খামেনির কাছে বৃহস্পতিবার লেখা এক চিঠিতে এ অনুরোধ জানান। রোববার ইরানের বিভিন্ন গণমাধ্যমে এ চিঠির খবর ব্যাপকভাবে প্রচারিত হয়।

চিঠিতে তিনি লিখেছেন, ‘চাপ খুবই বেশি। আমি আতঙ্কিত যে এ পরিকল্পনাও কাজে না আসতে পারে যতক্ষণ না আমরা অসুস্থতার অধিক চাপ কমিয়ে আনতে পারছি।’

তিনি আরও লিখেছেন, দেশটিতে করোনার পঞ্চম ঢেউয়ের ধাক্কা লেগেছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এবারের ধাক্কা আগের চাইতে আরও বেশি ‘সর্বনাশা’ এবং ‘অপরিবর্তনীয়’। দেশে যদিও হাসপাতালের সংকট না দেখা দেয়, তবে স্বাস্থ্যকর্মী সংকট দেখা দেবে।

এর আগে গত সপ্তাহে দেশটির ৬৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং অনুষদের প্রধানরা বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানির কাছে একটি চিঠিতে লকডাউন আরোপ করার আহ্বান জানান।

দেশটিতে এখন পর্যন্ত ৩৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৯১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সেখানে ৩৬৬ জনের মৃত্যু হয়েছে। যা এক সপ্তাহ আগের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

ধারণা করা হচ্ছে দেশটির নতুন প্রেসিডেন্ট ইবরাহিম রাইস দায়িত্ব গ্রহণ করলে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে মি. সাইদকে সরিয়ে দেয়া হবে। তবে তিনি তার আগে এ আহ্বান জানিয়ে গেলেন।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ শুরু হওয়ার পর দেশটিতে কয়েক দফায় লকডাউন এবং শাটডাউন আরোপ করা হয়েছে। তবে এর প্রায় সবগুলোই ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। রাজধানী তেহরান এবং পার্শ্ববর্তী আলবোর্জ শহরে জুলাইয়ের শেষে ৬ দিনের লকডাউন ঘোষণা করা হয়। তবে এতে খুব কম ব্যবসা প্রতিষ্ঠানই বন্ধ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল তৎপরতার কারণে জনগণের চলাচলও সেভাবে সীমিত করা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com