শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটে ফেরি চলাচল ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে।
রোববার রাত ১১টা ৫০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।
বিআইডব্লিউটিসি নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নদীতে অনেক কুয়াশা। তবে মাঝ নদীতে কোনো ফেরি নোঙর করা নেই। কুয়াশা কমলেই ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যাবে।