ক্রীড়া প্রতিবেদকঃ সিলেট পর্বে আজ শুক্রবার (১০ জানূয়ারি) দিনের প্রথম দিনের মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ টস জিতেছেন খুলনার কাপ্তান মিরাজ। টস জিতে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়কে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
চলতি বিপিএলে এখন পর্যন্ত হারেনি খুলনা টাইগার্স। তবে ম্যাচও বেশি খেলেনি; মাত্র ২টি। ২টিতেই জিতেছে মেহেদী হাসান মিরাজের দল।রাজশাহী এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ১টি জয় পেয়েছে। সর্বশেষ ২ ম্যাচেও হেরেছে বিজয়ের দল।
দুর্বার রাজশাহী একাদশঃ মোহাম্মদ হারিস, জিশান আলম, এনামুল হক বিজয় (অধিনায়ক), ইয়াসির আলী, রায়ান বার্ল, আকবর আলী (উইকেটরক্ষক), সোহাগ গাজী, মৃত্যুঞ্জয় চৌধুরী, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম, এস এম মেহেরব।
খুলনা টাইগার্স একাদশঃ মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, উইলিয়াম বসিস্টো, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অংকন (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, সালমান ইরশাদ, হাসান মাহমুদ।