রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

বিসিবির নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি দায়িত্ব ছাড়েন।

২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে গত বছরের ১২ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন হান্নান। বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন।

১ লাখ ২৫ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন হান্নান। কিন্তু তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান সাবেক এই ক্রিকেটার।

হান্নান সরকার বলেন, ‘নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com