সিটিজেন প্রতিবেদকঃ বাংলাদেশে শুধু কিছু দালান বা কংক্রিটের স্থাপনাতেই ফ্যাসিবাদ সীমাবদ্ধ নয়, রাষ্ট্রের ব্যবস্থাপনা এবং সুশীল সমাজের আবরণে ফ্যাসিবাদ লুকিয়ে আছে বলে মন্তব্য করেছেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এ ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
ফেসবুক পোস্টে ফ্যাসিস্টের সাহস নিয়ে প্রশ্ন তুলেন। এ নিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, অগণিত ছাত্র-জনতার রক্ত যাদের হাতে, সেই নরপিশাচরা ও তাদের নেত্রী এত স্পর্ধা দেখায় কীভাবে? এই সাহস আসে কোথা থেকে?
জুলাই গণহত্যার ইঙ্গিত করে তিনি বলেন, যারা এমন অপরাধ করেছে, যার সর্বোচ্চ শাস্তি হলেও ক্ষতি পূরণ হবার নয়, তাদের প্রতি কি কোনো সহানুভূতি প্রদর্শনের সুযোগ থাকতে পারে?
সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসর রয়েছে দাবি করে মুশফিকুল ফজল আনসারী বলেন, শুধু ইট-বালু-পাথরের কংক্রিটই ফ্যাসিবাদের চিহ্ন? রাষ্ট্রীয় ব্যবস্থাপনার বাঁকে বাঁকে এবং সুশীল সমাজের আবরণে হাসিনা সরকারের দোসরদের ঘাপটি মারা অবস্থান কি ফ্যাসিবাদের চিহ্ন নয়? এ মতামত একান্তই আমার ব্যক্তিগত।