শনিবার, ২৪ মে ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট  বিতরণ করলেন আমিনুল হক

  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রত্যকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

আজ শুক্রবার দিনব্যাপি ঢাকা-১৬ আসনের (পল্লবী- রূপনগর) নিজ নির্বাচনী এলাকার দোয়ারীপাড়া ও মুসলিম বাজারে গণসংযোগ করে সর্বসাধারনের মাঝে ধানের শীষ প্রতীক সম্বলিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ কালে তিনি এ কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, অন্তবর্তী কালীন সরকারের দীর্ঘ নয় মাসে আমরা দেখেছি একটি গোষ্ঠী একটি মহল এবং এই সরকারের উপদেষ্টাদের কারও কারও ভিতরে ক্ষমতার মোহ ঢুকে গেছে। তাদের নিজেদের ভিতরে ক্ষমতার লোভের কারনেই আজ দেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

তিনি বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি লড়াই করেছি, এই ধরনের বিশৃঙ্খলা দেখার জন্য নয়। আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বৈরাচার মুক্ত করেছি এই পরিস্থিতি দেখার জন্য নয়। কারন বাংলাদেশের প্রত্যকটি প্রতিষ্ঠান আজ অস্থিতিশীল অবস্থায় রয়েছে।

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে আমিনুল হক বলেন, বাংলাদেশকে নিয়ে যড়যন্ত্র করে লাভ হবে না। এদেশের গণতান্ত্রিককামী মানুষ সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

জনগণ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে মন্তব্য করে তিনি বলেন, আমরা যখনই নির্বাচন নিয়ে কথা বলি, তখনই অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টাদের গায়ে ঝালা ধরে যায়। তারা রাষ্ট্র সংষ্কার এবং স্বৈরাচারের বিচারের নামে অজুহাত করে নির্বাচনকে পিছানোর অপচেষ্টা করে যাচ্ছে।

অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানিয়ে আমিনুল হক বলেন, আগামী ডিসেম্বরের ভিতরে সংসদ নির্বাচন দিন। নির্বাচনের মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, তবেই দেশে স্থিতিশীলতা ফিরে আসবে।

৩১ দফার মাধ্যমে রাষ্ট্র কাঠামো পরিপূর্ণ ভাবে সংষ্কার করতে পারব উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি এদেশের তরুন প্রজন্মের চিন্তা ভাবনাকে সামনে রেখে এদেশের জনগণের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। ৩১ দফার কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই দেশে গনতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশ পরিপূর্ণ ভাবে স্বৈরাচার মুক্ত হবে।

লিফলেট বিতরণকালে স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

বিকেলে হিল্লোল যুব সংঘের আয়োজনে চাইনিজ বার ফুটবল টূর্নামেন্ট এর জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com