বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নিরাপদ সড়ক দিবসে ইইউবি’র আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী আতিফ আসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত;স্টুডেন্ট এলায়েন্সের উদ্বেগ ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করছে সরকার বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছেন: আইন উপদেষ্টা নিজস্ব প্রতিশেখ হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ প্রশাসনে রদবদল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন প্রধান উপদেষ্টা সাগরে লঘুচাপ, দেশের দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টির আভাস গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা করতে চাই – আমিনুল হক আওয়ামী লীগ সচল নাকি নিষিদ্ধ থাকবে, সিদ্ধান্ত নেবে সরকার: রিজভী শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, প্রত্যাশা প্রধান উপদেষ্টার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন প্রত্যাহার

“মাদক সিন্ডিকেটের রুই-কাতলা এখনো ধরা পড়েনি, ধরা পড়ছে পুটি-টেংরা”

  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৫ বার পঠিত

সিটিজেন প্রতিবেদক: মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে ছোট-মাঝারি চক্র ধরা পড়লেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে বড় খেলোয়াড়রা এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, আমাদের আজকের মিটিং এ মোটামুটি দেশের সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। এ বৈঠকে সাম্প্রতিক ঘটনা ও ভবিষৎতে কি ঘটতে পারে সেসব নিয়ে আলোচনা হয়। বৈঠকে আমরা বিশেষভাবে মাদকের ওপর বেশি জোর দেই। কারণ মাদকটা আমাদের দেশে একটা বড় সমস্যা হয়ে উঠেছে।

সরকারের বিশেষ অভিযান নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ অভিযান পুরো দেশব্যাপী চলতেছে, যেটা নির্বাচনের আগ পর্যন্ত চলবে। বিষয়টা হলো আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, সেগুলোর সব তো আমরা উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের জন্য আমাদের চেষ্টা সব সময় জারি আছে। কিন্তু আমাদের বাহিনী তো একটা, তারা একদিকে মনোযোগ দিলে আরেক দিকে ক্রাইম বেড়ে যায়।

অপর এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

নির্বাচন এবং আওয়ামী লীগ নিয়ে করা এক প্রশ্নে উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। নির্বাচন যে সময় হবে সে সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, সেজন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন, কোনো দলকে কম দিচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইকে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তারে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তারে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল না, এজন্য আপনাদের সুরাক্ষার দরকার হয় না।

অপর এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com