বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেরা অভিনেতার পুরস্কার ঐশ্বরিয়াকে উৎসর্গ করলেন অভিষেক সাড়ে ৫ হাজার টাকার বেতনে শুরু করেছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর নরওয়ে দূতাবাস বন্ধ করে দিল ভেনেজুয়েলা বাংলাদেশে সংস্কার অগ্রগতি যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আগ্রহ বাড়াবে: অর্থ উপদেষ্টা জামায়াত আমিরের সঙ্গে ডেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মনিপুরীপাড়ায় জনতার মুখোমুখি আনোয়ারুজ্জামান আনোয়ার: স্থানীয় সমস্যার সমাধানে আশ্বাস দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ইউনূসের ৬ দফা প্রস্তাব রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক মামলার আসামি সোলাইমানকে বনানী থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ সাহসিকতার স্বীকৃতি: পিপিএম পদকে ভূষিত হলেন কুমিল্লার এসআই খাজু মিয়া

দক্ষিণখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা কার্যালয়ের শুভ উদ্বোধন।

  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৪ বার পঠিত

হাফসা :“শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই”—এই শ্লোগানকে সামনে রেখে ১৫ আগস্ট ২০২৫, শুক্রবার বাদ মাগরিব রাজধানীর দক্ষিণখান দেওয়ানবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দক্ষিণখান থানা শাখার অফিস কার্যালয়ের উদ্বোধন, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

তিনি বলেন, “আমরা শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, পুরো ব্যবস্থার সংস্কার চাই। ইসলামী আদর্শভিত্তিক নীতি প্রতিষ্ঠা করলেই দেশের সব শ্রেণি-পেশার মানুষ শান্তি ও ন্যায়বিচার পাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন এবং দক্ষিণখান থানা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব ফরিদ উদ্দিন দেওয়ান।আলোচনায় আলহাজ্ব মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “নীতি পরিবর্তন ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী নীতিকে ভিত্তি করে রাষ্ট্র গঠন করলেই দুর্নীতি, অন্যায় ও বৈষম্য দূর হবে।
থানা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুস সালামের সঞ্চালনায়
থানা কার্যালয়ের শুভ উদ্বোধন
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দক্ষিণখান থানা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। তিনি বলেন, “দক্ষিণখানের এই নতুন কার্যালয় হবে ইসলামী আন্দোলনের দাওয়াতি, সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র।

উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসীকে ইসলামের শান্তি, ন্যায় ও কল্যাণের পথে আহ্বান জানান এবং দোয়া পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com