মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

জিয়াউর রহমানের হাত ধরেই কৃষিতে বিপ্লব এসেছিল; মির্জা ফকরুল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পঠিত
হাফসা আক্তার  :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এদেশের কৃষিতে বিপ্লব এসেছিল। তিনি দেশের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ফসল উৎপাদনের মাধ্যমে ১৯৭৬-৭৭ সালে চালসহ নানা কৃষিপণ্য বিদেশে রফতানি করেছিলেন।
বিএনপির  ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষীকিতে জনদূর্ভোগ এড়াতে তারেক রহমানের নির্দেশে সড়কে র‍্যালির পরিবর্তে খাল- নর্দমা পরিস্কার কর্মসূচির আয়োজন করা হয়।
 আজ ২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি-৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালির  পরিবর্তে জনকল্যাণ মুখি খাল পরিছন্নতা কর্মসূচির ঘোষণা দিয়ে বেলা ৩ টায়  উত্তরা তুরাগ থানার ১৫ নম্বর সেক্টর ২ নং ব্রীজ সংলগ্ন  খালের নর্দমা পরিস্কার কর্মসূচি পালন করেন।
প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “জিয়াউর রহমান খাল খনন, কলকারখানা চালু, গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠা এবং কৃষিতে আত্মনির্ভরতা তৈরি করেছিলেন। শ্রমিকরা কাজ করে ডলার আনেন, প্রবাসীরা রেমিট্যান্স পাঠান— সেই রেমিট্যান্সই আজ দেশের অর্থনীতির চালিকাশক্তি।
এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, “শেখ হাসিনা আগেও গুম-খুন করেছেন, রাতে ভোট করেছেন। এখনো শয়তানি ছাড়েননি। ভারতে বসে আওয়ামী লীগ-যুবলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ  দিয়ে নাশকতার নির্দেশ দিচ্ছেন। তার বাবার আমলেও (১৯৭২-৭৫) হত্যা-লুটপাট, বাকশাল গঠন ও পত্রপত্রিকা বন্ধ করা হয়েছিল।
তিনি আরও অভিযোগ করেন, ফ্যাসিস  হাসিনার সরকার ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে এবং আড়াই হাজার নেতাকর্মীকে গুম করেছে। বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্য, শিক্ষা ও বিচার বিভাগকে স্বাধীন করা হবে বলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরা ১৫ নম্বর সেক্টরে খাল ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাবেক জাতীয় ফুটবলার আমিনুল হক।  সদস্য সচিব মোস্তফা জামান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, প্রভাবশালী যুগ্ম- আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, কফিল উদ্দিন, আফাজ উদ্দিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠন যুব দল, শ্রমিক দল,ছাত্র দল, সেচ্ছাসেবক দল ও কৃষক দলের নেতৃবৃন্দ।
আমিনুল হক বলেন, তারেক রহমানের নির্দেশে মহানগর উত্তরের ২৬ থানা ও ৭১ ওয়ার্ডে দুর্বার আন্দোলন গড়ে তোলা হয়েছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com