হাফসা আক্তারঃ৷ ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইইউবি’র আইন ও ন্যায়বিষয়ক (Law) বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এডভোকেট জসীম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীরা তাঁকে এ দায়িত্ব পালনের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এডভোকেট জসীম উদ্দিন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে লেকচারার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ বার কাউন্সিলে নিবন্ধিত আইনজীবী এবং দীর্ঘদিন ধরে আইনশিক্ষা ও প্র্যাকটিসের সঙ্গে সম্পৃক্ত। এবার তিনি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে শিক্ষাদান কার্যক্রম, বিভাগীয় প্রশাসন ও শিক্ষার্থীদের একাডেমিক সহায়তার দায়িত্ব সামলাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বের মধ্যে থাকে—কোর্স ডিস্ট্রিবিউশন, ক্লাস কার্যক্রম ও পরীক্ষার সময়সূচি তদারকি, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় রক্ষা, বিভাগীয় সভা পরিচালনা এবং উচ্চ কর্তৃপক্ষের সঙ্গে বিভাগের যোগাযোগ নিশ্চিত করা।
ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (EUB) একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, যা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার মিরপুর-গাবতলী এলাকায় অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) কর্তৃক স্বীকৃত। এখানে ব্যবসা প্রশাসন, প্রকৌশল ও প্রযুক্তি, মানবিক ও সামাজিক বিজ্ঞানসহ আইন বিভাগে LL.B (Hons.) এবং LL.M প্রোগ্রাম চালু রয়েছে।
আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সমাজ বিশ্বাস করে, এডভোকেট জসীম উদ্দিনের নেতৃত্বে বিভাগটি আরও সুসংগঠিত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম হবে।