ক্রীড়া ডেস্ক: সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তনটা স্বপ্নের মতো করতে চেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই ঘটল তার ঠিক উল্টোটা। বল মুখ না খুলেই সাজঘরে ফেরত যেতে হলো তাকে; আর সেই সঙ্গে গড়া হলো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ড।
রবিবার (১৯ অক্টোবর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাটিংয়ে যায় ভারত। শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায়। ১৪ বলে ৮ রান করেন তিনি। পরে ক্রিজে আসেন কোহলি। তবে শুরু থেকেই কেমন যেন অস্বস্তি বোধ করছিলেন। সাত বল থেকে কোনো রান পাননি। অষ্টম বল ছিল স্টাম্পের বাইরে, ফুল লেংথ ডেলিভারি। সেখানে ব্যাট চালিয়ে দিলে বল উড়ে যায় পয়েন্টের দিকে। সেখানে কুপার কনোলি দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন। মিচেল স্টার্কের বলে আউট হয়ে ডাক মেরে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
এই আউটের মাধ্যমে কোহলি ওয়ানডে ক্যারিয়ারে ১৭তম ডাক মারার রেকর্ড করলেন। ভাগ বসিয়েছেন হরভজন সিংয়ের সঙ্গে। আর পেছনে ফেলেছেন রোহিত শর্মাকে।
ভারতীয় ক্রিকেটারদের মধ্য সর্বাধিক ডাকের তালিকা–
শচীন টেন্ডুলকার: ২০
জাভাগাল শ্রীনাথ: ১৯
অনিল কুম্বলে, যুবরাজ সিং: ১৮
বিরাট কোহলি, হরভজন সিং: ১৭
রোহিত শর্মা, সৌরভ গাঙ্গুলি: ১৬।