হাফসা আক্তার : ইইউবি’র আইন বিভাগের ফাইনাল ইয়ারের ছাত্র আতিফ আসলাম নাঈম “নিরাপদ সড়ক দিবস” আজ সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।
সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি এখন ঢাকার পঙ্গু হাসপাতালে কাতরাচ্ছে।
আতিফ আসলাম নাঈম- সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইউরোপীয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর স্টুডেন্ট এলায়েন্স গভীর উদ্বেগ জানিয়েছেন।
আজ ২২ অক্টোবর, সারাদেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। দিবসটি প্রতি বছর সড়ক দুর্ঘটনা সম্পর্কে জনগণকে সচেতন করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্দেশ্যে উদ্যাপিত হয়। ২০১৮ সালে শিক্ষার্থীদের ঐতিহাসিক আন্দোলনের পর সরকার আনুষ্ঠানিকভাবে ২২ অক্টোবরকে “নিরাপদ সড়ক দিবস” ঘোষণা করে।
দিবসটির মূল উদ্দেশ্য:সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনগণকে সচেতন করা, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা,দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি প্রকাশ।
নিরাপদ সড়ক দিবসের গুরুত্বপূর্ণ বার্তা: “প্রত্যেক জীবন মূল্যবান। এক মুহূর্তের অসচেতনতা কেড়ে নিতে পারে একাধিক প্রাণ।”
সবার প্রতি আহ্বান:ট্রাফিক সিগন্যাল মেনে চলুন, ওভারটেকিং এড়িয়ে চলুন,হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করুন,পথচারী ও ড্রাইভারের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন।
এদিনই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন Students Welfare Alliance-এর সম্মানিত সভাপতি মোঃ আবু নাইম (আসলাম)। এই ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্টুডেন্ট ওয়েলফেয়ার এলাইন্স এর সকল সদস্য ও উপদেষ্টা। সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম আহমেদ বলেন, “এমন গুরুত্বপূর্ণ দিনে আমাদের প্রিয় ভাই আবু নাইম (আসলাম) আহত হওয়া অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।
সংগঠনের প্রধান উপদেষ্টা শামীম আহমেদ ও অন্যান্য কর্মকর্তা-সদস্যরা নাঈম ভাইয়ের সুস্থতা কামনা করে শোক প্রকাশ করেছেন।
স্টুডেন্ট ওয়েলফেয়ার এলাইন্স থেকে ফু চিকিৎসার জন্য উদ্যোগ নিচ্ছেন যে সকল সদস্যরা, প্রধান উপদেষ্টা: শামীম আহম্মেদ, উপদেষ্টা: আফ্রিদ আহম্মেদ রাকিব, উপদেষ্টা: রাকিবুল হাসান, উপদেষ্টা: মো. এনায়েত হোসেন
সংগঠনের প্রধান কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাকে দেখতে যান এবং ব্লাডের ব্যবস্থা করেন, সাধারণ সম্পাদক: এম. হাসিবুর রহমান শান্ত, সিনিয়র সহ-সভাপতি: মোঃ মিরাজ হোসেন,
সহ-সভাপতি: মোঃ সজীব প্রধান, মোঃ মোরশেদ আবির, প্রভীর চাকমা, মোঃ মারুফ, মোঃ হাসিবুল ইসলাম, রেদোয়ান আহমেদ শাওন, সোহান মিয়া, শিমুল মন্ডল,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: মোঃ ইউসুফ শাহ,যুগ্ম-সাধারণ সম্পাদকবৃন্দ: মেঘলা সৃষ্টি, আখি ইসলাম, আইয়ুব খান, সৈনিক ইসলাম, সিফাত আলিফ, মোঃ আশরাফুল ইসলাম, সুমাইয়া মুন্নি, শান্তা, তুর্জ, সাব্বির,কোষাধ্যক্ষ: সানজিদা ইসলাম রোজা,সহ-কোষাধ্যক্ষ: সুমাইয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক: মোঃ আল আমিন,সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ: আরাফাত, মোঃ অনিক হোসেন, মোঃ শাকিল, রাহাত তানভীর, মাহমুদুল হাসান,প্রচার সম্পাদক: মোঃ আজমীর হোসেন, উপ-প্রচার সম্পাদকবৃন্দ: নুসরাত জাহান তিশা, হাসি চৌধুরী, নুরজাহান আক্তার হাফসা, মালিহা আক্তার মুনা, মরিয়ম আক্তার মোহনা (মেহু),দপ্তর সম্পাদক: মোঃ নুহু, সহ-দপ্তর সম্পাদকবৃন্দ: ইয়াহিয়া আহমেদ আলিফ, রাফিউজ্জামান রাফি, মিলন,তথ্য ও প্রযুক্তি সম্পাদক: সুমাইয়া আক্তার, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদকবৃন্দ: শাকিল, অনিক হাসান, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক: জাহিদুল ইসলাম, সহ-গণযোগাযোগ সম্পাদক: মোঃ সাদির হোসাইন সাদি, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক: মোঃ রাফি, সহ-ত্রাণ সম্পাদক: মোঃ লিমন খান, সাহিত্য সম্পাদক: মোসাঃ হাফসা আক্তার, সহ-সাহিত্য সম্পাদক: কায়সার, সংস্কৃতি সম্পাদক: নিপা কর্মকার, সহ-সংস্কৃতি সম্পাদকবৃন্দ: সাব্বির হোসেন, শুভ, প্রদীপ রায়, শিক্ষা সম্পাদক: মফিকুল ইসলাম রানা
সহ-শিক্ষা সম্পাদক: তৌহিদ হাসান রিফাত, ছাত্রী ও নারী বিষয়ক সম্পাদক: খাদিজাতুল কুবরা (খাদিজা), সমাজসেবা সম্পাদক: আবির ইসলাম জাহিদ, সহ-সমাজসেবা সম্পাদকবৃন্দ: জান্নাত আক্তার, সবুজ, তীর্থ সাহা,
আইন সম্পাদক: নুর আলম, সহ-আইন সম্পাদক: মুন্নি চৌধুরী, মানবাধিকার সম্পাদক: নাসিবা আহমেদ, সহ-মানবাধিকার সম্পাদকবৃন্দ: মোঃ রাব্বি, ফাহিম
অর্থ সম্পাদক: রুবায়েদ শাফিন,সহ-অর্থ সম্পাদক: নাদিরা আনজুম, বিজ্ঞান সম্পাদক: খন্দকার হাফিজুর রহমান শিহাব, সহ-বিজ্ঞান সম্পাদক: দিনা আক্তার পুতুল,
পাঠাগার সম্পাদক: সোহাগ মিয়া,সহ-পাঠাগার সম্পাদক: আজমাইন আহমেদ, ধর্ম সম্পাদক: রিয়াজুর ইসলাম তানফি
স্টুডেন্ট এয়ারলাইন্স ও Students Welfare Alliance-এর পক্ষ থেকে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।