হাফসা আক্তার :
ঢাকা উত্তর মহানগর উত্তর সিটি কর্পোরেশন ৪৫ নং ওয়ার্ড উত্তরখান থানাধীন হযরত শাহ কবির(রহঃ)
এর দরবার শরীফ বাউল সমিতির কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার১৫ ই নভেম্বর ২০২৫ ইং তারিখে তৃ-বার্ষিক কমিটি উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বারেক বৈদিককে সভাপতি ও কবির সরকারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এ ছাড়াও হযরত শাহ্ কবির(রহঃ) বাংলাদেশ বাউল সমিতির নতুন কমিটির, সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিন দেওয়ান, সহ সভাপতি পাগল জাকির, সহ সভাপতি পাগল আজগর আলী ভান্ডারী, সহ সভাপতি পাগল আলাউদ্দিন, সহ সভাপতি পাগল প্রেমানন্দ সরকার, সিনিয়র সহ সাধারণ সম্পাদক- জয়নাল দেওয়ান, সহ সাধারণ সম্পাদক- পাগল কমল, সহ সাধারণ সম্পাদক- মজনু ভান্ডারী, সাংগঠনিক সম্পাদক- সোহেল আহমেদ লিটন,অর্থ বিষয়ক সম্পাদক-মন্জু দেওয়ান, মহিলা বিষয়ক সম্পাদকিকা- লিপি আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদকিকা- রিমু সরকার, সহ মহিলা বিষয়ক সম্পাদকিকা- সালমা বৈদেশী, সাংস্কৃতিক সম্পাদক- নাজীম হোসেন হিরা, প্রচার সম্পাদক- মোঃ শিমুল খাঁন, সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ ইমরান বৈদেশী, ক্রীড়া সম্পাদক- বাদশা দেওয়ান, দপ্তর সম্পাদক- পাগল ওমর, কার্য নির্বাহী সদস্য- তাইজুল ইসলাম, পাগল মাজহারুল ও মোঃ রুবেল হোসেন দেওয়ান নির্বাচিত হয়েছেন। এ সময়
নব-নির্বাচিত নেতৃবৃন্দগণ বলেন,তারা বাউল শিল্পীদের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় কাজ করবেন সেই সাথে পেশাগত মান উন্নয়নে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।
শেষে বিজয়ীদের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।