বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জুলাই সনদে ৭১ মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয়: আলী রীয়াজ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ সাংবাদিক নির্যাতনের ঘটনায় উত্তরা পশ্চিম থানা এজাহার নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কথা ভাবতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ বিক্ষোভের পর পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’, দাবি ইরানের; শীঘ্রই ইন্টারনেট চালুর ঘোষণা পররাষ্ট্রমন্ত্রীর রংপুর ভালো অবস্থানে দাবি করে যা বললেন পাকিস্তানি পেসার জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব : সালাহউদ্দিন লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গাদের বাংলাদেশী পাসপোর্ট প্রদানের অগ্রগতি, জনবল নেয়া ও পারস্পরিক ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সৌদি আরবে অনুষ্ঠেয় ‘‌ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে অংশগ্রহণের আমন্ত্রণপত্রসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশ ও সৌদি আরব ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ। সৌদি আরব শুধু ইসলাম ধর্মের পবিত্র ভূমি হিসেবে নয়, প্রবাসী কর্মীদের দ্বিতীয় আবাসস্থল হিসেবেও বাংলাদেশীদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। দেশের অর্থনীতিতে সৌদি প্রবাসীদের অবদান গুরুত্বপূর্ণ। এ সময় উপদেষ্টা বাংলাদেশ থেকে আরো জনবল নিতে সৌদি রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত রোহিঙ্গাদের পাসপোর্ট প্রদানের অগ্রগতি জানতে চাইলে উপদেষ্টা বলেন, এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে মিশনে আসা আবেদনের তুলনায় পাসপোর্ট এনরোলমেন্টে উপস্থিতি কম। তিনি জানান, সৌদি আরবের ইন্টেরিয়র মিনিস্টারকে এ বিষয়ে এরইমধ্যে অবহিত করা হয়েছে।

জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে উপদেষ্টা বলেন, নির্বাচন কমিশন দায়িত্বে থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচনের জন্য প্রথমবারের মতো আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। ‘ডেভিল হান্ট ফেইজ-২’ সহ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলমান রয়েছে।

রাষ্ট্রদূত উপদেষ্টাকে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারিতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠেয় বিশ্ব প্রতিরক্ষা প্রদর্শনী ‘‌ওয়ার্ল্ড ডিফেন্স শো’-তে অংশ নেয়ার আমন্ত্রণ জানান এবং এ সংক্রান্ত সৌদি ইন্টেরিয়র মিনিস্টারের একটি আমন্ত্রণপত্র উপদেষ্টার হাতে তুলে দেন। জবাবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ ইভেন্টে অংশ নেয়ার ব্যাপারে উপদেষ্টা অপারগতা প্রকাশ করেন এবং উপযুক্ত প্রতিনিধি পাঠাবেন বলে জানান।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ফয়সল আহমেদ, রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com