বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

ফণী আতঙ্কে পুরী ছাড়লেন ৩৬০০ পর্যটক

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ২৫৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: আতঙ্ক কাটিয়ে পুরী থেকে কলকাতায় ফিরেছেন কয়েক হাজার পর্যটক। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৩টি স্পেশাল ট্রেনে শালিমার ও হাওড়ায় ফিরলেন কমপক্ষে ৩৬০০ পর্যটক।

কলকাতায় ফেরা পর্যটকদের দাবি, ফণীর খবর পাওয়ার পর থেকেই পুরীতে খাবারের দাম বেড়ে যায়। পাশাপাশি খাবার পাওয়াও যাচ্ছিল না। ফলে বেশ বিপাকে পড়তে হয়েছে তাদের। তার ওপরে ট্রেন বাতিল করা হয়েছিল। অবশেষে বিশেষ স্পেশাল ট্রেন পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন তারা।
শুক্রবার ভোর ৪টায় পুরী থেকে হাওড়ায় এসে পৌঁছায় একটি স্পেশাল ট্রেন। স্টেশনে নেমেই তারা ওড়িশা সরকারের ওপরে ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের দাবি, যেসব হোটেলে তারা ছিলেন সেখান থেকে তাদের একপ্রকার জোর করেই বের করে দেওয়া হয়েছে। দোকানপাট বন্ধ ছিল, খাবারও ছিল না। রাজ্য সরকার কোনও সাহায্যই করেনি। পাশাপাশি ট্রেনের টিকেটের দাম বেশি নেওয়া হয়েছে। সঙ্গে রেলকর্মীদের দুর্ব্যবহার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com