শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

বিশ্বের সেরা ১০ স্মার্টফোন কোম্পানি

  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০১৯
  • ২৮৩ বার পঠিত

তথ্যপ্রযুক্তি ডেস্ক,সিটিজেন নিউজ: স্মার্টফোনকে ঘিরে উন্মাদনা দিন দিন বেড়েই চলেছে। এই উন্মাদনার জন্য উঠে আসছে একের পর এক নতুন নতুন স্মার্টফোন কোম্পানি।

আজ আপনাকে জানাবো কাউন্টার পয়েন্টের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সেরা ১০টি স্মার্টফোন কোম্পানির র‌্যাংকিং –
স্যামসাং

তালিকার প্রথমেই আছে স্যামসাং। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি হলো এই দক্ষিণ কোরিয়ান কোম্পানি। ২০১৮ সালে কোম্পানিটির মোট মার্কেট শেয়ার ছিল ১৯% ।

অ্যাপেল

গত বছরের থেকে ৪% মার্কেট শেয়ার কমার পর ও দ্বিতীয় স্থানে আছে আইফোন কোম্পানি অ্যাপল। বিশ্বে এই কোম্পনির মোট মার্কেট শেয়ার এই মুহূর্তে ১৪%।

হুয়াওয়ে

চীনা স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ে এই তালিকায় তৃতীয় স্থানে আছে। এ বছরে কোম্পানিটির গ্রোথ গত বছরের তুলনায় ৩৪% বেড়েছে। সারা বিশ্বে এর মোট মার্কেট শেয়ার এই মুহূর্তে ১৪%।

শাওমি

এই চীনা কোম্পানির শেয়ার গতবছরে ২৬% বৃদ্ধি পেয়েছিল। বিশ্বে শাওমির এই মুহূর্তে মার্কেট শেয়ার ৮%।

অপো

এই চীনা স্মার্টফোন কোম্পানিটি ৮% মার্কেট শেয়ার নিয়ে পঞ্চম স্থান দখল করেছে।

ভিভো

ভিভো ও অপো দুটো কোম্পানির মালিক বিবিকে ইন্টারন্যাশনাল। এই চীনা স্মার্টফোন কোম্পানিটি ৭% মার্কেট শেয়ার নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

এলজি

দক্ষিণ কোরিয়ান কোম্পানি এলজি গতবছর তাদের ব্যাবসার ২৬% বৃদ্ধি ঘটিয়েছে। বিশ্বে এই মুহূর্তে এলজির মার্কেট শেয়ার ৩%।

এরপর আছে লেনোভো-মটোরোলা, নোকিয়া এইচএমডি এবং টেকনো। এদের মার্কেট শেয়ার যথাক্রমে ৩%, ১% ও ১%।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com