জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং অসুস্থ হওয়ায় এখন পর্যন্ত নির্ধারিত হয়নি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ-চীন-মিয়ানমারকে নিয়ে গঠিত ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটির প্রথম বৈঠকের তারিখ।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের এ কথা জানান।
ড. মোমেন বলেন, ‘বৈঠকটি শিগগিরই অনুষ্ঠিত হবে। তবে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত শারীরিকভাবে অসুস্থ হওয়ায় কিছুটা দেরি হচ্ছে। তবে বৈঠকের প্রক্রিয়া চলছে।’
উল্লেখ্য, গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সমস্যা সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
প্রায় ঘণ্টা খানেকের বৈঠক শেষে রোহিঙ্গা প্রত্যাবাসনে গঠিত ত্রিপক্ষীয় ওয়ার্কিং কমিটিতে যুক্ত হয় চীন। পরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ কমিটির প্রথম বৈঠকটি অক্টোবরে অনুষ্ঠিত হবে।