মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

কাটছে ঝুঁকি দুর্বল হচ্ছে ফণী

  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০১৯
  • ২৭৮ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে রাজধানীসহ সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় গতকাল সন্ধ্যা ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ চাঁদপুরে ১২৭ মিলিমিটার ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়ায় ১০৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত হয়েছে দেশের প্রায় শতকরা ৫০ ভাগ অঞ্চলে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ আজ (শনিবার) সকাল সোয়া ১০টায় এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বর্তমানে ঘূর্ণিঝড়টি ফরিদপুর ও ঢাকা অঞ্চলে অবস্থান করছে। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাতের ফলে ঘূর্ণিঝড়টি ক্রমশ দুর্বল হয়ে আসছে। ফলে ফণী নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই।’

এদিকে রাজধানী ঢাকায় গত রাতে বেশ বৃষ্টিপাত হওয়ায় সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের যাতায়াত অপেক্ষাকৃত কম দেখা যায়। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্কুল-কলেজ বন্ধ, ফলে শিক্ষার্থীদের ঘরের বাইরে দেখা যায়নি। জীবিকার প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হয়েছেন তারা ছাতা মাথায় বের হন। সকাল থেকে মুষলধারে না হলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।

গত কয়েকদিন যাবত ফণী নিয়ে রাজধানীসহ সারাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। সেই আতঙ্ক আস্তে আস্তে কাটছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com