বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এনবিআরের ৪১ অতিরিক্ত কর কমিশনার বদলি সম্প্রতি ফ্লাইটসমূহে কারিগরি ত্রুটির প্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৃহীত পদক্ষেপ পিআর পদ্ধতিতে নির্বাচনে জনগণের অধিকার খর্ব হবে; মির্জা ফকরুল চীন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার! বৃহস্পতিবার ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস মৎস্য সম্পদ বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার বেপরোয়া লরির ধাক্কায় টঙ্গী উড়াল সড়কে নারীর মৃত্যু ধানমন্ডি ৩২-এ ফুল দিতে আসা রিকশাচালক হত্যাচেষ্টা মামলায় কারাগারে

পুঁজিবাজারের লভ্যাংশে সাত কোম্পানির চমক

  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: লোকসান করেও পুঁজিবাজারে তালিকাভুক্ত সাতটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে পাঁচটি কোম্পানি লভ্যাংশ হিসেবে নগদ টাকা ও দু’টি কোম্পানি বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি জুন ক্লোজিং কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশের তথ্য পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

কোম্পানিগুলো পরিচালনা পর্ষদ সভা করে ২০১৮-১৯ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া কোম্পানিগুলো আগের বছরগুলোর যে মুনাফা রিজার্ভে জমা রেখেছিল, সেখান থেকে এবার শেয়ারহোল্ডারদের লভ্যাংশের টাকা দেবে।

নগদ লভ্যাংশ ঘোষণা করা পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে- জিকিউ বলপেন, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, এটলাস বাংলাদেশ এবং ন্যাশনাল টিউবস। আর লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দেয়ার সিদ্ধান্ত নেয়া দুই কোম্পানি হল- ন্যাশনাল টিউবস এবং মোজাফফর হোসেন স্পিনিং মিলস।

জিকিউ বলপেন
শেয়ারপ্রতি ১ টাকা ২৭ পয়সা লোকসান করা কোম্পানিটি এবার শেয়ারহোল্ডারদের নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের হিসাব বছরেও শেয়ারপ্রতি ৫ টাকা ১২ পয়সা লোকসান করে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। রিজার্ভ ভেঙে লভ্যাংশ দেয়ার পরও ৮ কোটি ৯৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির বর্তমান রিজার্ভে রয়েছে ১১২ কোটি ৩২ লাখ টাকা।

এটলাস বাংলাদেশ
শেয়ারপ্রতি ৯৯ পয়সা লোকসান করা সরকারি মালিকানাধীন এ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের নগদ ৫ শতাংশ লভ্যাংশ দেবে। গত বছর শেয়ারপ্রতি ১ টাকা ২৩ পয়সা লোকসান করে এ প্রতিষ্ঠানটি ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল। রিজার্ভ ভেঙে লভ্যাংশ দেয়ার পরও ৩৩ কোটি ১৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির রিজার্ভে বর্তমানে ৩৯৭ কোটি ৮২ লাখ টাকা রয়েছে।

ইস্টার্ন কেবলস
শেয়ারপ্রতি ৪ টাকা ৭২ পয়সা লোকসান করা সরকারি মালিকানাধীন এ কোম্পানি শেয়ারহোল্ডাদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গত বছর শেয়ারপ্রতি ১৫ পয়সা লোকসান করে কোম্পানিটি শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল। টানা দুই বছর লোকসান করার পরও ২৬ কোটি ৪০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটিতে বর্তমানে রিজার্ভ রয়েছে ৪৯ কোটি ১২ লাখ টাকা।
হাক্কানি পাল্প
শেয়ারপ্রতি ১ টাকা ১১ পয়সা লোকসান করা কোম্পানিটি এবার শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর শেয়ারপ্রতি ৯৬ পয়সা লোকসান করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। রিজার্ভ ভেঙে লভ্যাংশ দেয়ার পরও ১৯ কোটি টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির রিজার্ভে বর্তমানে ৩২ কোটি ৮৪ লাখ টাকা রয়েছে।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং
শেয়ারপ্রতি ২ টাকা ৩৪ পয়সা লোকসান করা কোম্পানিটি এবার শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এর মাধ্যমে পচা কোম্পানি বা ‘জেড’ গ্রুপ থেকে বেরিয়ে আসবে প্রতিষ্ঠানটি। উৎপাদন বন্ধ থাকায় আগের দুই বছরে শেয়ারহোল্ডারদের কোন ধরনের লভ্যাংশ না দিয়ে কোম্পানিটি জেড গ্রুপে স্থান করে নেয়। ৭৩ কোটি ৪ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির বর্তমানে রিজার্ভে আছে ৩৪ কোটি ১৪ লাখ টাকা।

ন্যাশনাল টিউবস
শেয়ারপ্রতি ১৬ পয়সা লোকসান করা সরকারি মালিকানাধীন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বছর শেয়ারপ্রতি ২ টাকা ৫ পয়সা লোকসান করে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডাদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল। বছরের পর বছর লভ্যাংশ হিসেবে বোনাস শেয়ার দিলেও ৩১ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিতে বর্তমানে রিজার্ভ রয়েছে ৫২৫ কোটি ৫৬ লাখ টাকা।

মোজাফ্ফর হোসেন স্পিনিং
শেয়ারপ্রতি ৯৩ পয়সা লোকসান করা কোম্পানিটি শেয়ারহোল্ডাদের ২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত হিসাব বছরে শেয়ারপ্রতি ৫১ পয়সা মুনাফা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছিল। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে নগদ টাকা না দিলেও ৯৯ কোটি ১ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির রিজার্ভে বর্তমানে ৬৪ কোটি ৮১ লাখ টাকা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com