শনিবার, ১১ মে ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

পতনে ইবিএল, মূল্যবৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ২৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, সিটিজেন নিউজ: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সূচক পতনের দিনে দর বৃদ্ধির শীর্ষে ছিল মুন্নু সিরামিক। অন্যদিকে দর পতনের শীর্ষে ছিল ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

দর বৃদ্ধির শীর্ষে মুন্নু সিরামিক: এদিন মুন্নু সিরামিকের শেয়ারের দর বাড়ে ১৫ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ৬৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ২৫৫ টাকা দরে লেনদেন হয়। কোম্পানির ৪ হাজার ৪৪ বারে মোট ৪ লাখ ৮৬ হাজার ৯৭৫টি শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ১২ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকা।

শীর্ষ দশ দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে ছিল পাওয়ার গ্রিড কোম্পানি। এটির দর বাড়ে ৩ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৬৪ টাকা ৩০ পয়সা দরে ২ হাজার ৪৯২ বারে ৩০ লাখ ১৬ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১৯ কোটি ৩২ লাখ ৭২ হাজার টাকা।

সেরা দশের তৃতীয় স্থানে ছিল গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। কোম্পানিটির দর বাড়ে ২ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৮৩ শতাংশ। ৬২ টাকা ৯০ পয়সা দরে কোম্পানিটি ৯৫ বারে ৬৪ হাজার ১৬৪টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ৪০ লাখ ১২ হাজার টাকা।
অন্য সাত কোম্পানি হলো- লাফার্জ হোলসিম, ডেসকো, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, তিতাস গ্যাস, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স ও এনসিসি ব্যাংক।
দর পতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

দরপতনের তালিকায় শীর্ষ দশের প্রথম স্থানে ছিল ইস্টার্ন ব্যাংক। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৯০ শতাংশ বা ৬ টাকা ৬০ পয়সা কমে যায়। ব্যাংকটির ৩৪ টাকা ৯০ পয়সা দরে ৪৪৬ বারে ৬ লাখ ৭ হাজার ৬৬৪টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ২ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে ছিল বিডি ফিন্যান্স। এ কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ৬৭ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা হৃাস পায়। বিডি ফিন্যান্স ১৩ টাকা ৪০ পয়সা দরে ৪০০ বারে ৮ লাখ ৯১৮টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১ কোটি ৭ লাখ ৬৫ হাজার টাকা।

শীষ দরপতনের তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৪৫ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমে যায়। কোম্পানিটি এদিন ১৩ টাকা দরে ৯৯ বারে ৭৫ হাজার ১৯৩টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ১০ লাখ ১৯ হাজার টাকা।
এ তালিকার অন্য সাত কোম্পানি হলো- আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কেএন্ডকিউ, শ্যামপুর সুগার মিল, কাট্টালি টেক্সটাইল, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও নর্দার্ন জুট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com