মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা সদর দক্ষিণে জনপ্রিয়তা অপ্রতিদ্বন্দ্বি আবদুল হাই বাবলু তীব্র তাপপ্রবাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ সবুজবাগ থানার পক্ষ থেকে খাবার পানিও স্যালাইন বিতরন কুমিল্লা সদর দক্ষিণ ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল পিরোজপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে জিয়াউল গাজী সহ ১০ প্রার্থীর মনোয়নপত্র দাখিল উত্তরায় ট্রাফিক পুলিশের মাঝে ওরস্যালাইন বিতরণ। পাঁচশত টাকায় স্ত্রীকে বন্ধ, গনধর্ষনের স্বীকার স্ত্রী,স্বামী সহ আটক-৪ বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজলের জয়জয়কার গাজীপুরে জব্দ করা অবৈধ চিনি পেল এতিমরা

৪৫ দেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে চলছে আন্তর্জাতিক উৎসব

  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৮৭ বার পঠিত

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে শুরু হয়েছে ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে গেল ৭ ডিসেম্বর শনিবার উৎসবের উদ্বোধন হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বাংলা সিনেমার কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের সুযোগ্য শিষ্য-প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা-কুমার সাহানী ও ভারতের প্রখ্যাত স্বাধীন চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্য রচয়িতা-কমল স্বরূপ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

এতে স্বাগত বক্তব্য রাখেন উৎসব পরিচালক এন. রাশেদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জাহিদুর রহিম অঞ্জন।

জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সুচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের পর মূল ভেন্যু কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে ৫টি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হয়।

অন্যান্যবারের মতো এবারো ১৫তম উৎসবে বাংলাদেশের চলচ্চিত্রে-আজীবন অবদানের স্বীকৃতি স্বরূপ একজন বাংলাদেশি ব্যক্তিত্বকে উৎসবের পক্ষ থেকে-হীরালাল সেন আজীবন সন্মাননা স্মারক প্রদান করা হবে। এছাড়াও উৎসবে অংশ নেয়াদের মধ্য থেকে বিজয়ীদের পুরস্কারের সঙ্গে দেয়া হবে প্রখ্যাত বাংলাদেশি শিল্পি কাইয়ূম চৌধুরীর ডিজাইনকৃত একটি সূদৃশ্য উৎসব স্মারক ও সার্টিফিকেট।

উৎসবে পুরস্কারের মূল্যমাণ হিসেবে থাকছে শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈঘ্য প্রামাণ্যচিত্র ১০০০ ইউএস ডলার, শ্রেষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ১০০০ ইউ এস ডলার, শুধুমাত্র বাংলাদেশি তরুণ প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ (অনূর্ধ-১৫ মিনিট দৈর্ঘ্যরে) বিভাগ-তারেক শাহরিয়ার বেস্ট ইন্ডিপেনডেন্ট শর্ট ২৫,০০০ টাকা ও নেটপ্যাক জুরি এওয়ার্ড ক্রেস্ট ও সার্টিফিকেট।

৭ থেকে ১৩ ডিসেম্বর শুরু হওয়া এ উৎসবের মূল কেন্দ্র হিসেবে থাকছে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন। এছাড়াও চলচ্চিত্র দেখানো হবে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তন, জাতীয় চিত্রশালা মিলনায়তন এবং একাডেমির সেমিনার হলসমুহ।

এবারের ১৫তম উৎসব উৎসর্গ করা হয়েছে সম্প্রতি প্রয়াত স্বাধীন চলচ্চিত্র ধারার অন্যতম গুণী নির্মাতা ও চলচ্চিত্র সম্পাদক সাইদুল আনাম টুটুল, সূর্য দীঘল বাড়ি খ্যাত অসংখ্য চলচ্চিত্রের-চিত্রগ্রাহক আনোয়ার হোসেন ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের পূরোধা ব্যক্তিত্ব মুহাম্মদ খসরুর স্মৃতির প্রতি।

বিশ্বের ৪৫টি দেশের অন্তত শতাধিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্যের ছবি বিভিন্ন বিভাগে দেখানো হবে এই উৎসবে। চলচ্চিত্রের প্রদর্শনী ছাড়াও-উৎসবের অন্যতম আকর্ষণ-আলমগীর কবির স্মারক বক্তৃতা, তিনটি প্রশিক্ষণ কর্মশালা ও একটি মাস্টার ক্লাস।

উৎসবের দু’টি কর্মশালার একটি হবে স্বাধীন চলচ্চিত্র নির্মাণ সম্ভাবনা ও অন্যটি চিত্রনাট্য রচনার সাম্প্রতিক ট্রেন্ড ও আন্তর্জাতিক বিশ্বে চলচ্চিত্রের বিষয়ক। প্রথমটির প্রশিক্ষক-ভারতের এফটিআইআই এর শিক্ষক, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-অনির্বাণ দত্ত ও কানাডার তরণ চলচ্চিত্র পরিচালক জেসি আল্ক। দ্বিতীয় কর্মশালাটি নেবেন খ্যাতনামা ভ্যারাইটি সিনেমা পত্রিকার চলচ্চিত্র বিষয়ক লেখক, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সমুহের এশিয়ান সিনেমার নির্বাচক ও চিত্রনাট্য রচয়িতা, যুক্তরাজ্যের নামান রামাচন্দ্রন।

এসকল ওয়ার্কশপে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থী-ছাত্রছাত্রীদের জন্য তাদের স্বস্ব শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি’র অর্ধেক মূল্যে রেজিস্ট্রেশনের সুবিধা রয়েছে। এছাড়াও ‘অরালিটি এন্ড মুভমেন্ট’ শীর্ষক একটি আন্তর্জাতিক লেকচার পাঠ করবেন তুলনামূলক সাহিত্যের শিক্ষক ও ভারতীয় অনুবাদক ড. রিমলি ভট্টাচার্য্য।

এবারের উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কমল স্বরূপ, ব্রিটিশ চলচ্চিত্র সাংবাদিক ও বিশ্ববরেণ্য চলচ্চিত্র উৎসব সমুহের নির্বাচক নামান রামাচন্দ্রন, লিথুয়ানিয়ার চলচ্চিত্র নির্মাতা লাইনাস মিকুতা, ইরানের চলচ্চিত্র নির্মাতা সাঈদ নেজাতি, ভারতের প্রামাণ্যচিত্র নির্মাতা অনির্বাণ দত্ত ও বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জন।

এছাড়াও নেটপ্যাক জুরি এওয়ার্ডে নেটপ্যাকের জুরি হিসেবে উপস্থিত হবেন হংকংয়ের চলচ্চিত্র ব্যক্তিত্ব স্যাম হো, তাজাকিস্থানের চলচ্চিত্র নির্মাতা ও অধ্যাপক সারোফাত আরাবোভা ও বাংলাদেশের নেটপ্যাক সদস্য, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক ড. জাকির হোসেন রাজু।

এবারের উৎসবে সদ্যপ্রয়াত চলচ্চিত্র নির্মাতাদের মাঝে ইরানের আব্বাস কিয়ারোস্তামী, আমেরিকার মায়া ডেরেন, জোনাস মেকাস, ফ্রান্সের এগনেস ভার্দা, গ্রীসের থিও এঞ্জেলোপোলাস, ভারতের মৃণাল সেনসহ বাংলাদেশের সাইদুল আনাম টুটুল ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের স্মৃতি স্মরণে বিশেষ ট্রিবিউট শীর্ষক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com