মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভুক্তভোগীর তথ্যে র‍্যাব-১ এর অভিযানে উত্তরা থেকে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তের  প্রতিবাদে বিমানবন্দর কূর্মীটোলায় সংবাদ সম্মেলন মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘গুলিস্তান ব্লকেড’, যান চলাচল বন্ধ ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা সাম্য হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৭ রাজনীতিতে আর কামব্যাক করবো না: হিরো আলম টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, বন্ধ প্রধান ফটক তিস্তার পর এবার ফারাক্কা বাঁধ প্রকল্পের ওপর ভারতের সামরিক মহড়া

বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন ঝাই রিচার্ডসন

  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০১৯
  • ৩৬৮ বার পঠিত

 
ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ : কাঁধের ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন পেসার ঝাই রিচার্ডসন। আজ বুধবার ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছেন রিচার্ডসন বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার পরিবর্তে দলে জায়গা পেতে পারেন পেসার কেন রিচার্ডসন।

বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে রিচার্ডসন বলেন, ‘আসলে এটা মেনে নেওয়া কঠিন। কারণ, বিশ্বকাপ তো আর প্রতিদিন আসে না। প্রতিদিন বিশ্বকাপে খেলার সুযোগও পাওয়া যায় না। তারপরও আমি কঠিন সত্যটি বলতে যাচ্ছি। আমি ভেবেছিলাম যে হয়তো বিশ্বকাপের আগে সেরে উঠতে পারব। সেটার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞও ছিলাম। সম্ভাব্য সব কিছু চালিয়ে গিয়েছি। প্রতিদিন জিমে গিয়েছি। দৌড়েছি। ফিজিওর কাছে গিয়েছে। চিকিৎসা নিয়েছি। পুরো প্রক্রিয়ায় আমি আশাবাদী ছিলাম। কিন্তু হয়নি। আর কাঁধের ইনজুরি ভিন্ন। এটা ভিন্নভাবে আচরণ করতে পারে। আমি চালিয়ে যেতে পারতাম। কিন্তু দলকে আমি আমার সেরাটা দিতে পারতাম না হয়তো। সে কারণেই সরে যাওয়া।’

সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষের সিরিজে একটি বাউন্ডারি ঠেকাতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েছিলেন ঝাই রিচার্ডসন। আশা করা হচ্ছিল বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগেই তিনি পুরোপুরি সেরে উঠবেন। সেরে উঠলেও তিনি বিশ্বকাপে দলকে শতভাগ দিতে পারবেন না মনে করে নিজেকে সরিয়ে নিয়েছেন।

২২ বছর বয়সী পেসার ঝাই রিচার্ডসনের ওয়ানডে অভিষেক হয়েছে ২০১৮ সালের জানুয়ারিতে। একই বছর টেস্টেও অভিষেক হয় তার। বিশ্বকাপ স্কোয়াড থেকে নিজেকে সরিয়ে নিলেও অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে তিনি যুক্তরাজ্য সফর করবেন। বিশ্বকাপের পর তিনি অ্যাশেজ সিরিজেও খেলবেন।

অস্ট্রেলিয়ার জার্সি গায়ে ১২টি ওয়ানডে খেলে ২৬.৩৩ গড়ে ২৪ উইকেট নিয়েছেন রিচার্ডসন। অস্ট্রেলিয়ার সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তিনি নির্ভরযোগ্য হয়ে উঠেছিলেন। তাকে না পাওয়ার মানে হচ্ছে বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে তাদের অন্যতম সেরা পেসারকে ছাড়া খেলতে হবে।

অস্ট্রেলিয়া দলে পেসার হিসেবে আরো আছেন প্যাট কামিন্স, নাথান কাল্টার-নীল, মিশেল স্টার্ক, জ্যাসন বেহরেনফোর্ড ও কেন রিচার্ডসন। আছেন পেস অলরাউন্ডার মার্কাস স্টয়েনিসও।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com