শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজলের জয়জয়কার গাজীপুরে জব্দ করা অবৈধ চিনি পেল এতিমরা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল) আইপিএলের মাঝে দল ছেড়ে ‘পালালেন’ অশ্বিন, পাওয়া গেল জঙ্গলে! প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া দক্ষিনখানে ১৪ বছরের রায়হানকে হত্যাচেষ্ঠা,মামলার ১৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী উত্তরার সাংবাদিকদের সহিত তুরাগ থানার ওসি’র মতবিনিময় লালমাই ফসলি জমির মাটিকাটার নিউজ করতে গিয়ে হুমকির মুখে সংবাদকর্মী থানায় জিডি জিম্বাবুয়ে সিরিজের চূড়ান্ত স্কোয়াডে যাদের জায়গা নিশ্চিত

লকডাউনে ২০ শতাংশ পারিবারিক সহিংসতা বেড়েছে

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ২৩০ বার পঠিত

অনলাইন ডেস্ক : বিশ্বে করোনা সংক্রমণ প্রতিরোধে মাত্র তিন মাসের লকডাউনে পারিবারিক সহিংসতা ২০ শতাংশ বেড়েছে। চলতি বছর অন্তত এক কোটি ৫০ লাখ পারিবারিক সহিংসতার ঘটনা ঘটতে পারে। জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর কয়েক কোটি নারী জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাবে না। এছাড়া ২০৩০ সালের মধ্যে কয়েক কোটি কিশোরীর খৎনা ও বিবাহ বিচ্ছেদের শিকার হবে।

সংস্থার নির্বাহী পরিচালক নাটালিয়া কানেম এই প্রতিবেদনকে ‘পুরোপুরি সর্বনাশা’ বলে মন্তব্য করেছেন।

লকডাউনের মধ্যে বিশ্বের বিভিন্ন স্থানে নারীরা সহিংসতার শিকার হচ্ছেন বলে একাধিক সংস্থা জানিয়েছে।

গতকাল মঙ্গলবার ইউএনএফপি এবং এর অংশীদারী প্রতিষ্ঠান এভেনার হেলথ, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়, ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রে মাত্র তিন মাসের লকডাউনে পারিবারিক সহিংসতা ২০ শতাংশ বেড়েছে।

গবেষকরা জানিয়েছেন, লকডাউন দীর্ঘায়িত হলে প্রতি তিন মাসে আরও দেড় কোটি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটবে। করোনার কারণে সম্পদ ভিন্ন খাতে ব্যবহার করায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ কর্মসূচি ব্যাহত হচ্ছে। এতে ২০৩০ সালের মধ্যে আরও এক তৃতীয়াংশ পারিবারিক সহিংসতার ঘটনা প্রতিরোধ ব্যাহত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে লকডাউন ও নিষেধাজ্ঞার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হলে ১১৪টি নিম্ম ও মধ্য-নিম্ম আয়ের দেশের ৪ কোটি ৪০ লাখ নারী জন্মবিরতিকরণ সামগ্রী পাবে না। পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমগুলো ব্যাহত হবে। এর ফলে ১০ লাখ অপ্রত্যাশিত গর্ভধারণের ঘটনা ঘটবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com