শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

৩ পরিবর্তন ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আসছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৩৩৯ বার পঠিত

ক্রীড়া ডেস্ক,সিটিজেন নিউজ: অংশগ্রহণকারী সব দলই ঘোষণা করেছে নিজেদের ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড। তবে সে দলে পরিবর্তন আনার সুযোগ রয়েছে আগামী ২৩ মে পর্যন্ত। এ সুযোগ কাজে লাগিয়ে এরই মধ্যে নিজেদের স্কোয়াডে তিন পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এবার তাদেরই পথে হাটতে যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও (ইসিবি)। ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলস ড্রাগ টেস্টে পাস করতে পারেনি বিধায় একটি পরিবর্তন ছিলো অনুমেয়। এর সঙ্গে আরও ৩ পরিবর্তন নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে ইসিবি।

লেগস্পিনিং ব্যাটিং অলরাউন্ডার জো ডেনলির পরিবর্তে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসন, বাঁহাতি পেসার ডেভিড উইলির বদলে ডানহাতি গতিতারকা জোফ্রা আর্চার এবং ডানহাতি ওপেনার অ্যালেক্স হেলসের বদলে আসতে যাচ্ছেন আরেক ওপেনার জেমস ভিনস।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ পরিবর্তিত স্কোয়াড ঘোষণা করবে ইংলিশ ক্রিকেট বোর্ড। তার আগে দলের কোচ ট্রেভর বেয়লিস সংবাদ মাধ্যম ইঙ্গিত দিয়েছেন এ তিন পরিবর্তনের ব্যাপারে। আগামী ৩০ মে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লড়বে ইংলিশরা, প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

মূলত হ্যাম্পশায়ারের হয়ে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মাত্র ৯ ম্যাচে ২৭১ রান ও ১৮ উইকেট শিকার করেই নিজেকে বিশ্বকাপের জন্য যোগ্য প্রমাণিত করেছেন ডসন। অন্যদিকে জো ডেনলি পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে তিন ম্যাচ খেলে নিতে পারেননি কোনো উইকেট, ব্যাট হাতে করেছেন মাত্র ১৭ রান।

তাই ডেনলির পরিবর্তে সুযোগ পেতে যাচ্ছেন গত বছরের অক্টোবরে শেষ ওয়ানডে খেলা ডসন। পাকিস্তানের বিপক্ষে ৪-০তে সিরিজ জেতার পরপরই স্কোয়াডের বাইরে থাকা ডসনকে দেশের তৃতীয় সেরা স্পিনার হিসেবে আখ্যায়িত করেন ইংলিশ কোচ। তার সঙ্গে একমত হন অধিনায়ক ইয়ন মরগ্যান এবং দুই নির্বাচক এড স্মিথ ও জেমস টেলর।

অন্যদিকে ড্রাগ টেস্টে পাস করতে না পারায় বাদ পড়ছেন হেলস। তার বদলে পাকিস্তান সিরিজে দুই ম্যাচ খেলে ৭৬ ও ৪৩ রান করেছেন ভিনস। তাই তাকে স্কোয়াডে রেখে দিচ্ছে ইসিবি। আর জোফ্রা আর্চারকে এগিয়ে দিয়েছে টানা ৯০ মাইলে বোলিং করতে পারার অদ্ভুত ক্ষমতা।

ইংল্যান্ডের পূর্ব ঘোষিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

ইংল্যান্ডের সম্ভাব্য পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড: ইয়ন মরগ্যান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কুরান, লিয়াম ডসন, জেমস ভিনস, লিয়াম প্লাংকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, জোফ্রা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com