নিজস্ব প্রতিবেদক: মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (NIANER) প্রাঙ্গনে অদ্য সকাল ১০.০০ টায় “কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও ডাক্তার ভিডিও কল” বুথের উদ্বোধন করা হয়েছে এবং নমুনা সংগ্রহ কার্যক্রম চালু করা হয়েছে।
ওয়ানস্টপ পদ্ধতিতে, ভিডিও কলের মাধ্যমে পরামর্শ গ্রহণের পর নমুনা সংগ্রহ বুথে গিয়ে রোগীরা নমুনা প্রদান করবেন এবং নমুনা প্রদানকারীগন ৪৮ ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
এই বুথের মাধ্যমে রোগীদের জন্য সর্বোচ্চ সুরক্ষা প্রদান এবং নমুনা সংগ্রহকারীদেরকে সংক্রমণজনিত ঝুঁকি থেকে রক্ষা করে করোনা নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই বুথ স্থাপনের মাধ্যমে নমুনা সংগ্রহের ক্রমবর্ধমান চাহিদা কিছুটা হলেও পূরন হবে।
প্রতিদিন এই বুথে ১৭৫ টি নমুনা সংগ্রহ করা সম্ভব হবে।
এছাড়াও ঢাকা-৯ নির্বাচনী এলাকায় আরো ৮০০ টি নমুনা সংগ্রহের ব্যবস্থা রয়েছে (মুগদা মেডিকেল কলেজে ১৭৫ টি, জেকেজি হেলথকেয়ার পরিচালিত সবুজবাগ সরকারি কলেজ বুথে ৪৫০ টি এবং খিলগাঁও গার্লস স্কুল এন্ড কলেজ বুথে ১৭৫ টি সহ সর্বমোট ৯৭৫ টি যা বাংলাদেশের প্রতিদিনের নমুনা সংগ্রহের প্রায় শতকরা ৮ ভাগ)।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান (NIANER), ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন (গ্রামীন ফাউন্ডেশন), UK aid UK in Bangladesh, কনসার্ন ওয়াল্ডওয়াইড, ideSHi সহ সংশ্লিষ্ট সকলকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।