নিজস্ব প্রতিবেদক : চলতি (২০১৯-২০) অর্থবছরের ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার ৫৭ দশমিক ৩৭ শতাংশ। টাকার অংকে যা ১ লাখ ১৫ হাজার ৪২১ কোটি টাকা।
অথচ একই সময়ে গত অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ছিল প্রায় ৬৭ দশমিক ৯৭ শতাংশ। সে সময় খরচ হয়েছিল ১ লাখ ২০ হাজার ৪৩ কোটি টাকা। ফলে চলতি অর্থবছরের আগের বছরের তুলনায় এডিপি’র বাস্তবায়ন ১০ দশমিক ৬ শতাংশ কমেছে। আর তাতে খরচ কমেছে ৪ হাজার ৬২২ কোটি টাকা।
রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ তথ্য উপস্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
চলতি বছরে এডিপি বাস্তবায়ন হার কম হওয়া প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, কোভিড-১৯ এর কারণে চলতি বছরের চার মাস আমরা কাজ করতে পারিনি। অনেক প্রকল্পের কাজ থেমে গেছে, ফলে প্রকল্প বাস্তবায়ন হার কম। তবে এখন কাজ শুরু হয়েছে, বাস্তবায়ন বাড়বে। আবারও আমরা ঘুরে দাঁড়াবো।
জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) চলতি অর্থবছরের ২ লাখ ২ হাজার ৭২১ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হয় ১ লাখ ৩০ হাজার ৯২১ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে দেওয়া হয় ৭১ হাজার ৮০০ কোটি টাকা।