শনিবার, ১১ মে ২০২৪, ১২:০২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রাজধানীতে ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনা নেই: ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ২৬৯ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: অনুষ্ঠানে ডিএমপি কমিশনারঈদকে আনন্দময় ও উৎসবমুখর করতে রাজধানী জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে ঈদকে সামনে রেখে এখন পর্যন্ত ছিনতাই, মলম পার্টি ও চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

শুক্রবার (২৪ মে) দুপুরে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মজার স্কুল নামের একটি সংগঠন আয়োজিত পথশিশুদের ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পথশিশুরাতিনি বলেন, ‘ছিনতাই-চাঁদাবাজির সুস্পষ্ট কোনও ঘটনানি। তবে কেউ যদি অপরাধীর সুস্পষ্ট বর্ণনা দিতে পারেন তাহলে সেই তাকে ছাড় দেওয়া হবে না। রাজধানীতে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি বলে তাদের অস্তিত্ব নেই সেটা বলা যাবে না। তারা (ছিনতাইকারী, চাঁদাবাজ) আছে। তবে আমরা (পুলিশ) তাদের ধাওয়ার ওপরে রেখেছি। দুই মাস আগে থেকে আমাদের গোয়েন্দা পুলিশ এসব অপরাধীদের গতিপথ অনুসরণ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অনেককে গ্রেফতারও করেছে। আবার অনেককে গ্রেফতারের প্রস্তুতি চলছে।’

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর বাস, লঞ্চ, ট্রেন স্টেশনসহ পুরো ঢাকায় মানুষের নিরাপত্তা দিতে ডিএমপির পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাঁকা ঢাকায় চুরি, ডাকাতি ঠেকাতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com