শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত জেনে কিছু দল পিআর পদ্ধতি চাইছে: আমিনুল হক ডিএনসিসির আইনবহির্ভূত হোল্ডিং ট্যাক্সের বিরুদ্ধে  সেক্টর বাসিরা  বিএনপির নির্যাতিত কর্মী  সালাউদ্দিনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার অভিযোগ  নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে – আমিনুল হক প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ ২ দিনের সফরে মালয়েশিয়া গেলেন পররাষ্ট্র উপদেষ্টা জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত রেজ্যুলেশন গৃহীত গাজীপুরে আসক ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ জনগণের  সরকারই আগামী নির্বাচনে প্রতিষ্ঠিত হবে – আমিনুল হক এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে উত্তরখানে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

টঙ্গীতে বখাটের হামলায় ৩ স্কুল শিক্ষার্থী গুরুতর আহত

  • আপডেট টাইম : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৭০ বার পঠিত

 সুজন সারোয়ার, টঙ্গী: টঙ্গীর মাছিমপুর মিলবাজার এলাকায় বখাটের হামলা ও বেধড়ক পিটুনীতে স্কুল পড়–য়া তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতরা হলো, ইতি আক্তার (১৫), খাদিজা আক্তার (১৬) ও রাতুল (১৬)। তারা সকলেই নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের দশম শেণীর শিক্ষার্থী। এঘটনায় শুক্রবার রাতে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসি জানায়, শিক্ষার্থী ইতির প্রতি প্রেমের আশক্তি ছিলো বখাটে সুমনের।

বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই সে ইতিকে প্রেমের প্রস্তার দিতো এবং বিভিন্ন ভাবে উত্যক্ত করতো। সুমন বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির হওয়ায় তাকে এড়িয়ে চলতো ইতি। এতে সে ইতির ক্ষতি করার জন্য সুযোগ খুঁজতে থাকে। শুক্রবার সকালে ইতি তার সহপাঠী রাতুলকে নিয়ে বান্ধবী খাদিজার কামাড়পাড়াস্থ বাসায় বেড়াতে যান। এ খবর পেয়ে এলাকার চিহ্নিত বখাটে সুমন ইতির মুঠোফোনে ফোন করে অবস্থান জেনে তুরাগ নদের খেয়া ঘাটে গিয়ে তাদের পথরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ওই বিদ্যালয়ের মাঠে নিয়ে যায়। এ সময় সন্ত্রাসী সুমনের হাতে থাকা লাঠি দিয়ে ৩ শিক্ষার্থীকে শরীরের বিভিন্ন অংশে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করে। খবর পেয়ে এলাকাবাসী আহতদের উদ্ধার করে টঙ্গীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। সুমনের বড় ভাই ৫৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিপনও একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। ইতিপূর্বে সে চুরি, ছিনতাই, মারামারি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বেশ কয়েকবার হাজতবাস করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. এমদাদুল হক বলেন, আমরা অভিযোগ পেয়েছি। হামলাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com