সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের ‘সক্ষমতা’ এসেছে: বিমান বাহিনী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ;আমিনুল হক ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয়রা শক্তিশালী হবে: এম এ মালিক জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে নীলফামারীতে জামায়াতের স্মারকলিপি প্রদান গবেষণাভিত্তিক ও নৈতিক শিশু শিক্ষার পরিবেশ গঠনে বাংলাদেশ আর্লি এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট (বেরি’র) যাত্রা শুরু। রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা জাপার কর্মী সমাবেশ পণ্ড ব্যাংক-ব্যবসায়ীদের সমন্বয়ে গ্যাসের দাম হঠাৎ বৃদ্ধি রোধ সম্ভব নিয়োগ পরীক্ষায় অসদুপায় রোধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের জিরো টলারেন্স।

পুলিশের পরামর্শ ঈদে বাসা-বাড়ির নিরাপত্তায়

  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৩৩৭ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: ঈদে বাসা-বাড়ির নিরাপত্তায় ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাবেন ঈদ করতে। এ জন্য হয়তো যাত্রার দিনক্ষণও ঠিক হয়ে গেছে। বেশ ভালো কথা। কিন্তু যাবার আগে নিজের বাসা/বাড়ি সুরক্ষিত করে রাখার পরিকল্পনাটাও সঙ্গে রাখুন। তা না হলে হয়তো কোনো দুর্ঘটনা বা চুরি-ডাকাতির শিকার হয়ে ঈদের আনন্দটাই শেষ হতে পারে। হতে পারেন বড় আর্থিক সমস্যার সম্মুখীন।

এ নিয়ে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নিরাপত্তা পরামর্শ দেয়া হয়েছে। তা হলো-
১. আপনার বাসা/বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা ব্যবহার করুন।

২. বাসা/ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন।

৩.বাসা/বাড়ি ত্যাগের আগে রুমের দরজা-জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন। যেসব দরজা-জানালা দুর্বল অবস্থায় আছে তা এখনই মেরামত করে নিন এবং যথাসম্ভব সুরক্ষিত করে নিন। প্রয়োজনে একাধিক তালা ব্যবহার করুন।

৪. বাসা/বাড়ির নিচতলায় বসবাসকারীরা ভেন্টিলেশনের জানালা বন্ধ নিশ্চিত করুন।

৫. রাতে আপনার বাসার চারপাশ আলোকিত করে রাখার ব্যবস্থা নিন।

৬. আপনার বাসা বা ফ্ল্যাটে সিসিটিভি স্থাপন করুন। সিসিটিভিসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় থাকার বিষয়টি নিয়মিত নিশ্চিত করুন।

৭. দরজায় নিরাপত্তা এলার্মযুক্ত তালা ব্যবহার করুন।

৮. মূল্যবান সামগ্রী ও দলিল নিরাপদ হেফাজতে রাখুন এবং তালাবদ্ধ করুন। প্রয়োজনে ব্যাংক লকারের সহায়তা নিতে পারেন।

৯. বাসা/বাড়ি ত্যাগের আগে যেসব প্রতিবেশী/পাশের ফ্ল্যাটের অধিবাসী ঢাকায় অবস্থান করবেন তাদের আপনার বাসার প্রতি লক্ষ্য রাখতে অনুরোধ করুন এবং ফোনে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন।

১০. আপনার অনুমতি না নিয়ে কেউ যেন বাসায় প্রবেশ করতে না পারে এ বিষয়ে বাড়ির নিরাপত্তাকর্মীকে সতর্ক করুন। নিরাপত্তাকর্মী না থাকলে আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে দরজা খুলবেন না।

১১. ভাড়াটিয়ারা আগেই বাসার মালিককে ঈদ উপলক্ষে বাসা ত্যাগের বিষয়টি অবহিত করুন।

১২. বাসা/বাড়ি ত্যাগের আগে আপনার রুমের লাইট, ফ্যানসহ অন্যান্য ইলেকট্রিক লাইনের সুইচ বন্ধ করেছেন কি না তা নিশ্চিত হোন এবং পানির ট্যাপ ও গ্যাসের চুলা বন্ধ করুন।

১৩. মহল্লা ও বাড়ির সামনে সন্দেহজনক কাউকে/দুস্কৃতিকারীকে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয় পুলিশ ফাঁড়ি ও থানাকে অবহিত করুন।

১৪. ঈদে আপনার মহল্লা/বাসায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকলে বা ঘটার সম্ভাবনা থাকলে তা স্থানীয় কমিউনিটি পুলিশ/থানা/ফাঁড়িকে অবহিত করুন।

১৫. বাসার গেট বা দরজা খোলা রেখে সেহরি ও ইফতারের পর মসজিদে নামাজ পড়তে যাবেন না।

১৬. বাসায় কোনো ভিক্ষুক কিংবা অনাথদের ইফতার করাতে হলে তাদের গতিবিধি পর্যবেক্ষণে রাখুন।

১৭. বাসার গাড়ির গ্যারেজ সুরক্ষিত করুন।

১৮. বাসার জানালা/দরজার পাশে কোনো গাছ থাকলে শাখা-প্রশাখা কেটে ফেলুন যাতে অপরাধীরা শাখা-প্রশাখা ব্যবহার করে বাসায় প্রবেশ করতে না পারে।

প্রয়োজনে যোগাযোগ করুন-

পুলিশ কন্ট্রোল রুম : ০১৭১৩-৩৯৮৩১১, ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০।

ট্রাফিক কন্ট্রোল রুম : ০১৭১১-০০০৯৯০, ০১৭০৭-৮০৬১১১, ০১৭০৭-৮০৬২২২, ০১৭০৭-৮০৬৮৮৮।

জাতীয় জরুরি সেবা : ৯৯৯

সূত্র : ডিএমপি নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com