বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মালয়েশিয়ায় ৩১ অবৈধ বাংলাদেশি অভিবাসী আটক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ১৯৯ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: মালয়েশিয়ায় এক বিশেষ অভিযানে ৩১ জন বাংলাদেশি শ্রমিকসহ মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

সোমবার সকাল পৌনে ১২ টায় কেমামান কিজাল এলাকার একটি হসপিটালের নির্মাণ প্রকল্পে অবৈধভাবে কাজ করার সময় তাদের আটক করা হয়।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, আটককৃত ৩৮ জন অভিবাসীর মধ্যে ৩১ জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার ৪ জন, ভারতীয় ২ জন ও পাকিস্তানের ১ জন নাগরিক রয়েছেন।
আটককৃতদের বিরুদ্ধে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা (১) (গ) এবং (১৯) এর (১) (গ) পাশাপাশি ইমিগ্রেশন আইন ১৯৬৩ এর বিধি ৩৯ (খ) অনুসারে উপযুক্ত তদন্ত করে চার্জ গঠন করা হবে। এর মধ্যে একজন বাংলাদেশি আটক হওয়ার পর ছাড়া পেতে মালয়েশিয়া ১০০০ রিঙ্গিত ঘুষ দেওয়ার প্রস্তাব করায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাকে দেশটির দুর্নীতি দমন কমিশন এর হাতে তুলে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com