ঢাকা : জাপান থেকে আরও ৭ লাখ ৮১ হাজার ৪৪০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা বাংলাদেশে এসেছে। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় চতুর্থ চালানে এসব টিকা দিলো জাপান।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক বিমানে করে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রথমে ভারত থেকে আনে বাংলাদেশ। ক্রয়চুক্তি অনুযায়ী বাংলাদেশকে ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকা দেওয়ার কথা ছিল ভারতের।
ভারতে করোনার সংক্রমণ বাড়ায় রপ্তানি বন্ধ করে দেয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট। এর ফলে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ করে দিতে হয় সরকারকে।
প্রতিশ্রুতি অনুযায়ী জাপান কোভ্যাক্সের আওতায় টিকা পাঠানো শুরু করায় সে সংকট অনেকটা কেটে গেছে। জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে ২৪ লাখ টিকা তারা পাঠিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে প্রথম চালানে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ, ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ এবং সর্বশেষ ২ আগস্ট তৃতীয় চালানে ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা বাংলাদেশে আসে। এ নিয়ে জাপান থেকে মোট ২৪ লাখ টিকা এসেছে।
ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে টিকাদান শুরু হয়েছিল। সিরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে। এর বাইরে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল ওই টিকার ৩২ লাখ ডোজ। এরইমধ্যে বাংলাদেশ চীন থেকে টিকা কেনা শুরু করেছে।