রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শ্রীপুরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত শান্ত-হৃদয়ের ব্যাটে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনবে : তারেক রহমান অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে সহায়তার আশ্বাস ইতালির জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হলে আগামী প্রজন্মের কাছে কাপুরুষের উপমা হয়ে থাকব : অ্যাটর্নি জেনারেল হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া জুলাই সনদ’ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক লালনের গানের মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক : প্রাণিসম্পদ উপদেষ্টা এখন থেকে লালন উৎসব জাতীয়ভাবে পালিত হবে: ফারুকী উত্তরায় বিএনপির ব‍্যতিক্রমি মিছিল

যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে মূল্যস্ফীতির রেকর্ড

  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২০০ বার পঠিত

যুক্তরাষ্ট্রে প্রতিনিয়ত বাড়ছে ভোগ্যপণ্যের দাম। ৪০ বছরের মধ্যে রেকর্ডে পৌঁছেছে দেশটির মূল্যস্ফীতি। গত মে মাসে বার্ষিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৬ শতাংশ স্পর্শ করেছে বলে জানিয়েছে মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস। নিত্যপণ্যের পাশাপাশি জ্বালানির দামও অস্বাভাবিক হারে বেড়েছে বলে জানানো হয়।

সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে খাদ্য, জ্বালানি থেকে শুরু করে সবকিছুর দামই এখন আকাশছোঁয়া। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস বলছে, গেল মে মাসে মার্কিন ভোক্তা মূল্যসূচক এক লাফে ৮ দশমিক ৬ শতাংশে স্পর্শ করেছে। গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরের মে মাসে দেশটিতে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১০ শতাংশ।

আগে যে খরচে সংসার চলত, তার চেয়ে অনেক বেশি খরচ করতে হচ্ছে যুক্তরাষ্ট্রে বসবাসরত পরিবারগুলোকে। মুদ্রাস্ফীতির কারণে অনেক পরিবারকেই মাস চালাতে হিমশিম খেতে হচ্ছে। মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরতে মার্চ মাস থেকে সুদের হার বাড়ায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক।

তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের জেরে খাদ্য ও জ্বালানি সংকটের কারণে বাড়তি দাম অর্থনীতিকে স্থির হতে দিচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা।

ভোগ্যপণ্যের পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে চিকিৎসা, জ্বালানিসহ বিমান ভাড়া দ্রুতগতিতে বেড়েছে বলে জানিয়েছে মার্কিন ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস। গত বছরের তুলনায় জ্বালানি তেলের দাম বেড়েছে ৩৪ শতাংশ।

অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান, করোনাভাইরাসের জেরে লকডাউনসহ নানা কারণে বিশ্বজুড়ে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটায় অনেক দেশে মন্দার ঝুঁকি বেড়েছে। যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলো কোনোভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হলেও, দরিদ্র দেশগুলোর জন্য মন্দা এড়ানো কঠিন হবে শঙ্কা তাদের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com