রবিবার, ১২ মে ২০২৪, ০১:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মাদকসেবনের প্রতিবাদ করায় ৩ জনকে কুপিয়ে জখম

  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৮৭ বার পঠিত

নড়াইলে মাদকসেবনের প্রতিবাদ করায় বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (০২ আগস্ট) সদর উপজেলার বড়গাতী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার বাবা আফছার শেখ, ছেলে লালন ও মুসা।

এদিকে হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন উপজেলার বড়গাতি গ্রামের তৈহিদ শেখ ও শফিকুল।

হামলার শিকার ভুক্তভোগীদের অভিযোগ— বড়গাতী গ্রামের মাদকসেবী রমজান, মামুন, শফিকুল একই গ্রামের আফছার শেখের বাড়ির পাশে বসে মাদকসেবনসহ নানাভাবে তাদের উত্ত্যক্ত করে আসছে। আফছার শেখের ছেলে লালন এর প্রতিবাদ করায় সকালে রমজান লোকজন নিয়ে লাঠিসোঁটা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আফসার শেখের বাড়ি চড়াও হয়। এ সময় তারা বৃদ্ধ বাবা আফছার শেখ, লালন ও তার ফুফাতো ভাই মুসাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়। হামলায় সবারই মাথাসহ শরীরের বিভিন্নস্থানে রক্তাক্ত জখম হয়। ভুক্তভোগীররা এ হামলার বিচার দাবি করেছেন।

এদিকে হামলা চালানোর দায়ে অভিযুক্তরা জমিসংক্রান্ত বিরোধে এ হামলা বলে দাবি করছেন।

সদর থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকসংশ্লিষ্টতার কোনো বিষয় আছে কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com