বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান

  • আপডেট টাইম : সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত মহান স্বাধীনতা রক্ষায় তরুণ প্রজন্মকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ সোমবার রাজধানীর মিরপুরে পিএসসি কনভেনশন হলে, বিএসবি ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের স্বদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

ডিজিটাইলাইজেশনের খারাপ দিক এড়িয়ে চলার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, প্রযুক্তির উৎকর্ষে দেশ এখন ডিজিটাল। বিশ্ব এখন সবার হাতের মুঠোয়। তবে ডিজিটাইলাইজেশনের খারাপ দিক এড়িয়ে চলতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার বলেন, আজকের শিক্ষার্থীকে আগামীর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার শপথেই কাজ করে যাচ্ছে বিএসবি ফাউন্ডেশন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সেলিমা রওশন। অনুষ্ঠানের শুরু এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিল ক্যামব্রিয়ান কালচারাল একাডেমি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com