রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

পাকিস্তান-আফগানিস্তান পরিসংখ্যানে কারা এগিয়ে

  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

ব্যাটে বলে যেন ‘চার-ছয়’ হচ্ছে না পাকিস্তানের। ফেভারিটের তকমা গায়ে জড়িয়ে বিশ্বকাপের মঞ্চে এসে আশানুরূপ ফল পাচ্ছে না দলটি। তাতে হতাশ হচ্ছেন ভক্তরা। অপরদিকে আফগানিস্তান যেন নিজেদেরই খুঁজে পাচ্ছে না। দলটি চলে গেছে পয়েন্ট টেবিলের তলানিতে। এবার মুখোমুখি লড়াইয়ে মাঠে নামবে দুদল।
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় তুলে নিতে মাঠে নামছে

সোমবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটায় চেন্নাইয়ে বিশ্বকাপের ২২তম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। ম্যাচটির আগে এই দুই দলের পরিসংখ্যান দেখে নেয়া যাক এক নজরে।

পাকিস্তান-আফগানিস্তান লড়াইয়ের সবশেষ ৫ ম্যাচ অনুযায়ী এগিয়ে রয়েছে বাবর আজমের দল। যেখানে ৫টিতেই জয় এসেছে পাকিস্তানের পক্ষে। চলতি বিশ্বকাপে দলটি এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২টি জয় ও ২টি হার নিয়ে টেবিলের পাঁচে রয়েছে। অপরদিকে পিছিয়ে থাকা আফগানরা বিশ্বকাপে রয়েছে তলানিতে। ৪ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিতে হাশমতউল্লাহ শাহিদির দল রয়েছে দশে।

এ দিকে এখন পর্যন্ত পাকিস্তান-আফগানিস্তান সর্বমোট ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। যেখানে কোনো ম্যাচে জয় তুলে নিতে পারেনি আফগান বাহিনী। তবে এবার বিশ্বকাপে দলটি সেই জয় খরা কাটাতে পারে কিনা, সেটিই এখন দেখার বিষয়।

নিজেদের পৃথক ম্যাচগুলোর পরিসংখ্যানেও এগিয়ে রয়েছে পাকিস্তান। সবশেষ পাঁচ ওয়ানডের দুটি জিতেছে তারা। আর আফগানিস্তান তাদের সবশেষ পাঁচ ওয়ানডেতে মাত্র ১টি ম্যাচ জিততে পেরেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com