নিজস্ব প্রতিবেদক:
শারদীয় শ্রী শ্রী সার্বজনীন লক্ষী পূজা-২০২৩ উপলক্ষ্য ঢাকা-১৮ আসনের সকল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনের ১৪ দল থেকে মনোনয়ন প্রত্যাশি জাতীয় পার্টি (জাপা)-এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দয়াল কুমার বড়ুয়া।
২৬ অক্টোবর উত্তরা ১২ নং সেক্টর নিজ কার্যালয়ের অডিটরিয়ামে এই মতবিনিময় সভার আয়োজন করেন।
উক্ত সভায় প্রত্যেক মন্দির প্রতিনিধিদের দুর্গাপূজা সফল ভাবে সম্পন্ন করার জন্য সবাইকে তিনি ধন্যবাদ প্রদান করেন এবং সাথে আসন্ন লক্ষীপূজা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। পূজা যাতে সুষ্টভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে স্থানীয় জনপ্রতিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীরে সাথে সমন্বয় সাধনের প্রতিশ্রুতি দেন।
আগ্মঅ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সভবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
তিনি আসন্ন সকল সনাতন ধর্মালম্বীদের লক্ষীপূজার শুভেচ্ছা জানান এবং সফলতা কামনা করেন।
মতবিনিময় সভার ইপস্থিত ছিলেন কুমুদখোলা সার্বজনীন শ্রী শ্রী লক্ষ্মী ও দূর্গা মন্দির কমিটি, কুমুদখোলা লক্ষী উদযাপন কমিটির, চাঁনপাড়া যুব সংঘের উদ্যোগে পূজা উদযাপন কমিটি, মৈনারটেক ব্যাঙ্গার বাড়ি শ্রী শ্রী লক্ষী পূজা কমিটি, নির্নিরটেক স্বর্গীয় শান্তি প্রসাদ মজুমদারের নিজ বাড়ি,নির্নিরটেক বাবু ডাঃ বিনন্দ চন্দ্র সরকার এর নিজ বাড়ি, নির্নিরটেক বাবু গৌরাঙ্গ চন্দ্র সরকারের নিজ বাড়ি, মাউছাইদ শ্রীশ্রী লক্ষী পূজা উৎসব কমিটির নেতৃবৃন্দ।