বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু অসুস্থ হয়ে ল্যাবএইড হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন। তিনি অধ্যাপক ডা. বরেন চক্রবর্তীর তত্ত্বাবধানে রয়েছেন। তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।
ল্যাবএইড হাসপাতালের কর্পোরেট কমিউনিকেশন্স বিভাগের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৫টায় এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ১২টায় তিনি উচ্চ রক্তচাপজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। বর্তমানে তিনি ভালো আছেন।
স্কয়ারের আইসিইউতে টাঙ্গাইলের এমপি
এদিকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ডা. আবু বকরের অধীনে ভর্তি রয়েছেন টাঙ্গাইলের সংসদ সদস্য অ্যাডভোকেট জহিরুল ইসলাম। হাসপাতাল সূত্রে জানা গেছে তিনি গত ২৫ জুন ভর্তি হন।