জ্যেষ্ঠ প্রতিবেদক প্রতিবেদক,সিটিজেন নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন পাঁচজন। বৃহস্পতিবার (৪ জুলাই) এক দাফতরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ইকবাল আহমেদ আলী জাগো (পি নং-৩৬৩৫৩), মো. রাশেদুল কবির (পি নং-৩৬৬৯৯), মো. আবু তাহের (পি নং-৩২৯৯১), মো. শওকত হোসেন (পি নং-৩৩৭৪৮) এবং মো. সালাহউদ্দিন (পি নং-৩৩৭৪৭)।
বুধবার (৩ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ইন্টারভিউ বোর্ডের সম্মুখীন হন ডাক পাওয়া মোট ১৩ জন। তাদের মধ্যে উপরোক্ত পাঁচজন উত্তীর্ণ হন।
এদিকে আজ (বৃহস্পতিবার) এক দাপ্তরিক আদেশে তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থলে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। নিয়মানুযায়ী আগামী এক সপ্তাহ উত্তীর্ণদের বিষয়ে কোনো আপত্তি না এলে তাদের কনফার্মেশন প্রদান করা হবে।