বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

লেভানদোভস্কির জোড়া গোলে বার্সার জয়

  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ৬১ বার পঠিত

ম্যাচের শুরুতেই গোল হজম করতে হয় বার্সেলোনাকে। প্রথমার্ধের পুরোটাই কাটাতে হলো এই এক গোলে পিছিয়ে থেকে। তবে বিরতির পর ভিন্ন রূপে ফেরে জাভি হার্নান্দেজের দল। রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলে আলাভেসকে ২-১ গোলে হারিয়েছে তারা।

নিজেদের মাঠে মাত্র ১৭ সেকেন্ডেই এগিয়ে যায় আলাভেস। লোপেসের নিচু করে নেওয়া ক্রসে দারুণ ফিনিশিংয়ে আলাভেসকে এগিয়ে দেন সামুয়েল ওমোরিদিওন। পিছিয়ে পড়ে বার্সেলোনা ম্যাচে ফেরার চেষ্টা চালায়।

মধ্যবিরতি থেকে ফিরেই বার্সার ত্রাণকর্তা হয়ে যান লেভানদোভস্কি। ৫৩ মিনিটে জুলস কুন্দের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন তিনি। ছয় ম্যাচ পর গোলের দেখা পেলেন পোলিশ এই তারকা।

৭৮ মিনিটে জয়সূচক গোলও পেয়ে যায় বার্সেলোনা। পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে বার্সেলোনাকে জয় এনে দেন লেভানদোস্কি। শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ে বার্সেলোনা।

লা লিগায় টেবিলে ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে জিরোনা। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com