মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ট্রলির ধাক্কায় আসিবুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে বরঙ্গাইল-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের ঘিওর উপজেলাধীন তেরশ্রী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিবুল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে।
ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, সকালে উপজেলার তেরশ্রী এলাকায় মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয় একটি ট্রলি। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের চালক। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আসিবুল। ট্রলিটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।