শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৬:১৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে খেলবেন এমপিরা

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ২১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আন্তঃসংসদীয় ক্রিকেট বিশ্বকাপে (আইপিসিডব্লিউসি) প্রথমবারের মতো অংশ নিচ্ছেন সংসদ সদস্যরা।

ইংল্যান্ডে অনুষ্ঠেয় এ টুর্নামেন্টে ১৭ সদস্যের বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল ঘোষণা করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।
আগামী ৯ থেকে ১৪ জুলাই এ টুর্নামেন্টের খেলা হবে। এ জন্য বাংলাদেশ সংসদীয় ক্রিকেট দল রোববার লন্ডনে পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। এ ও বি দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দেশগুলো।

এর মধ্যে এ গ্রুপে রয়েছে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলংকা। বি গ্রুপে বাংলাদেশ, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

১০ জুলাই গ্রুপ পর্বের খেলা শুরুর আগে দুই গ্রুপের মধ্যে ছয় ওভারের চারটি অনুশীলন ম্যাচ হবে। দুই গ্রুপ থেকে দুটি দলের মধ্যে ১৫ ওভারের সেমিফাইনাল হবে। ফাইনাল খেলা হবে ২০ ওভারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ স্বাগতিক সংসদের টুর্নামেন্টের সমন্বয় করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। কোচ হিসেবে রয়েছেন দীপু রায় চৌধুরী।

এর আগে টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে দেখা করেছে বাংলাদেশ দল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com