শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভিজিএফের ৯৯ বস্তা চাল উদ্ধার, আটক — ২ জন । যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত উল্লেখযোগ্য অভিযান এমবাপ্পের প্রত্যাবর্তনের ম্যাচে হারলো ফ্রান্স সিরিয়ায় ফের দূতাবাস চালু করলো জার্মানি আ.লীগ নিষিদ্ধ ইস্যুতে ড. ইউনূসকে বার্তা দিয়ে স্ট্যাটাস হাসনাত আবদুল্লাহর ট্যুরিজমকে তামাকমুক্ত করতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা দুই ভাইসহ আলাউদ্দিন নাসিমকে ধরিয়ে দেওয়ার দাবিতে ফেনীর শহীদ মিনারে ব্যানার ঠাকুরগাঁওয়ে বন্ধুদের চক্রান্তে জীবন গেলো মিলনের, কথিত প্রেমিকাসহ গ্রেপ্তার ৩ জন । ২৫ লাখ দিয়েও ছেলেকে জীবিত পেল না পরিবার!

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা

  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।রোববার বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে বলা হয়, আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোর লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

এখন ব্যাংক লেনদেন হয় সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সেই হিসাবে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

এ ছাড়া ব্যাংকগুলোর অফিস সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে, বর্তমানে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এবং ব্যাংকগুলোর অফিস চলে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অর্থাৎ নতুন নিয়মে ব্যাংক লেনদেন আধা ঘণ্টা ও অফিস এক ঘণ্টা বেশি সময় চলবে।

এর আগে, গত ৬ জুন সরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়, আগামী ১৯ জুন থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

নির্ধারিত সময়ের মধ্যে দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। তবে, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য অর্থিক প্রতিষ্ঠানের সময়সূচি নিজ নিজ কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এ ছাড়া প্রজ্ঞাপনে জরুরি পরিসেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com