বুধবার, ২১ মে ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
টঙ্গীর মাজার পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অবশেষে সীমান্তে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভারত-পাকিস্তানের সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী ৯ জুন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের ডিজিটাল যুগে প্রবেশের নতুন দিগন্ত সেনাবাহিনীর অভিযানে ভাসানটেক থেকে কুখ্যাত ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেফতার ভুক্তভোগীর তথ্যে র‍্যাব-১ এর অভিযানে উত্তরা থেকে দুই পেশাদার ছিনতাইকারী গ্রেফতার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্তের  প্রতিবাদে বিমানবন্দর কূর্মীটোলায় সংবাদ সম্মেলন মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে নুসরাত ফারিয়াকে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘গুলিস্তান ব্লকেড’, যান চলাচল বন্ধ

মায়োর্কা ম্যাচের আগে জরুরি সভা ডেকেছেন বার্সেলোনা কোচ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পঠিত

ক্রীড়া ডেস্কঃ ক্লাবের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছিল বার্সেলোনা। তৈরি ছিল নতুন মাসকটও। প্রতিপক্ষ লা লিগার তলানির দিকের দল লাস পালমাস, জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল।

কিন্তু এমন রাতে বার্সার উদযাপনের আনন্দ মিলিয়ে গেল অপ্রত্যাশিত অথচ বিভীষিকাময় হারে দগদগে অন্ধকারে। ঘরের মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে গেল লা লিগার টেবিল টপাররা। লা লিগায় টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো হ্যান্সি ফ্লিকের দল।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, স্কোয়াডের ফুটবলারদের সঙ্গে জরুরি সভা ডেকেছেন কোচ ফ্লিক। সভায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচে ফুটবলার পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছেন তিনি। অনুশীলনের সময় থেকে এক ঘণ্টা নিয়ে এ সভা ডাকেন জার্মান মাস্টারমাইন্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, রবার্ট লেভানডস্কিকে স্কোয়াড থেকে আলাদা করে নিয়ে সামনাসামনি ও নিরিবিলি কথা বলেছেন ফ্লিক। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৫ গোল করা এই তারকাকে ছন্দে ফেরাতেই যত চেষ্টা বার্সা কোচের। এ ছাড়া অন্যদের সঙ্গে একান্তে আলাপ করেছেন তিনি। বিশেষ নজর ছিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার দিকে।

গত ম্যাচে লাস পালমাসের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। সেদিন ছিল বার্সেলোনার ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঘরের মাঠের দর্শকদের সামনে আনন্দ উদযাপনের সবরকম প্রস্তুতিই নিয়ে রেখেছিল ক্লাবটি। তৈরি ছিল নতুন মাসকটও।

প্রতিপক্ষ লা লিগার তলানির দিকের দল লাস পালমাস হওয়ায় জয়টা বলতে গেলে নিশ্চিতই ছিল। কিন্তু উদযাপন করার রাতে ঘরের মাঠে লাস পালমাসের কাছে ২-১ গোলে ব্যবধান হারলে সব আয়োজন মাটি হয়ে যায়।

লাস পালমাসের বিপক্ষে সেই হারের ক্ষত এখনও স্পষ্ট বার্সেলোনার। অনাকাঙ্ক্ষিত হারকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না কোচ ফ্লিক। সামনের ম্যাচগুলোতে যেন এমন অপ্রত্যাশিত অভিজ্ঞতা নিতে না হয়, সেজন্য কঠিন প্রতিজ্ঞাও করে নিয়েছেন তিনি।

তাই লা লিগায় নিজেদের পরবর্তী ম্যাচ মায়োর্কার বিপক্ষে মাঠে নামার আগে জরুরি সভা ডেকেছিলেন ফ্লিক। সেখানে ফুটবলারদের সঙ্গে খোলামেলা আয়োজন করেছেন তিনি। আজ রাতে মায়োর্কার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

লা লিগায় ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com