বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র (আইডি কার্ড) তৈরীর অভিযোগে বগুড়ায় আটক ৮ বেস্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার অ্যাওয়ার্ডস -২০২৫ পেল গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার সংসদের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও চলছে: প্রধান উপদেষ্টা সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন গ্রেপ্তার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আওয়ামী লীগের প্রেত্নাতারা এখনও স্ব-স্হানে বহাল রয়েছে : আমিনুল হক শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনো দেয়নি ভারত গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিলেন তারেক রহমান তরুন প্রতিভার অনন্য উদযাপন মেক্সিকো উপসাগরের নাম বদলাতে চান ট্রাম্প চালের বাজারে অস্থিরতা কেন, জানালেন বাণিজ্য উপদেষ্টা

বেস্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার অ্যাওয়ার্ডস -২০২৫ পেল গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৪ বার পঠিত

হাফসা উত্তরা :প্রতি বছরের ন্যায় এবার ওয়াটসঅন আয়োজন করেছে এক অনন্য অ্যাওয়ার্ড ফাংশন, যেখানে নতুন প্রজন্মের শিল্পী, সংগীতশিল্পী, শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া। ওয়াটসঅন অ্যাওয়ার্ডস পার্টি ২০২৫ এবছর ৩ জানুয়ারি, শুক্রবার, উত্তরা, ঢাকার ওয়াটসঅন একাডেমিতে অনুষ্ঠিত হয়।

এই অ্যাওয়ার্ড ফাংশনের প্রধান উদ্দেশ্য বাংলাদেশ, ভারত এবং প্রবাসের সকল তরুণ প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া। ওয়াটসঅন বিশ্বাস করে যে বাংলার মিউজিক ও আর্টকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের অনুপ্রেরণা অত্যন্ত জরুরি। ওয়াটসঅন বাংলা ও বাঙালির ঐতিহ্য পুনরুজ্জীবিত করার লক্ষ্যে প্রায় ৩০ বছর ধরে আন্তর্জাতিকভাবে কাজ করছে এবং বিশ্বের তরুণ প্রতিভাদের প্রচার করছে।

বাংলাদেশ সরকারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মি. জামাল নাসের খান এবং সমাজকল্যান অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মি. শাহজাহান। ওয়াটসঅনকে ধন্যবাদ জানিয়ে মি. খান বলেন, “এ ধরনের উদ্যোগ তরুণ প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

উল্লেখযোগ্য পুরস্কার প্রাপকেরা হলেন:
বেস্ট অ্যালবাম অ্যাওয়ার্ড অর্জন করেছেন তরুণ প্রজন্মের সিঙ্গার-সং রাইটার রোদসী। তার ১১টি গান নিয়ে তৈরি ডেবিউ অ্যালবাম ‘অনুভূতির আলোড়ন’-এর জন্য তিনি এই সম্মান পেয়েছেন। তার গান ‘কাঠের প্রজাপতি’, ‘শুভযাত্রা’, এবং ‘এই শহরে’ নতুন প্রজন্মের শ্রোতাদের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। বেস্ট সং অ্যাওয়ার্ড পেয়েছেন সায়েম জয়, বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিভাবান সিঙ্গার-সং রাইটার। তার জনপ্রিয় গান ‘খুব মনে পড়ে’-এর জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হয়েছেন। তার অন্যান্য জনপ্রিয় গানগুলির মধ্যে ‘এই মন’, ‘কী বিষণ্ণ’, ‘আমি তোমায় খুঁজি’, এবং ‘লোনা দেয়াল’ শ্রোতাদের মুগ্ধ করে এসেছে। বাংলা ব্যান্ড ফিলোসোফার্স তাদের সৃজনশীলতা, গভীরতাপূর্ণ গান, এবং মনোমুগ্ধকর সুরের জন্য বেস্ট ব্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে। তাদের প্রগতিশীল লিরিক্স ও সঙ্গীত দক্ষতা বাংলা সঙ্গীতের জগতে নতুন মাত্রা যোগ করেছে। বেস্ট লেজেন্ড অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন শহীদুল্লাহ ফরায়জী, যিনি জীবনমুখী বাংলা গান লিখে চার দশকেরও বেশি সময় ধরে শ্রোতাদের মন জয় করেছেন। তার মর্মস্পর্শী গান চলচ্চিত্র ও অডিও অ্যালবামে দেশের সঙ্গীতাঙ্গনে বিশাল খ্যাতি অর্জন করেছে। এবং বেস্ট নিউ জেনারেশন আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন শিবু, একজন তরুণ প্রজন্মের বাংলাদেশী গায়ক এবং সুরকার। তিনি ঐতিহ্যবাহী বাংলা সুরের সাথে আধুনিক সাউন্ড মিশিয়ে গান তৈরি করেন। তার জনপ্রিয় গান “কোনো এক রাতে”-এর জন্য তিনি এই পুরস্কার অর্জন করেছেন।

এছাড়াও বিজনেস ক্যাটাগরি থেকে বেস্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসেবে স্বীকৃতি পেয়েছে, গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার। বেস্ট স্যালন পুরস্কার জিতেছে সোহেলস রেজর, বেস্ট হেলথ কেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে দীগন্ত হেলথ কেয়ার এবং বেস্ট এক্সপোর্ট-ইমপোর্ট বিজনেস অ্যাওয়ার্ড অর্জন করেছে গ্রেইনিকা ইনকর্পোরেটেড।

এই জমকালো সন্ধ্যায় পুরস্কার বিতরণের পাশাপাশি ছিল মনোরম লাইভ মিউজিক পারফরম্যান্স, ডিনার, এবং নেটওয়ার্কিং রিসেপশন এবং শিক্ষার্থীদের IT সার্টিফিকেট প্রদান।
ওয়াটসঅন -এর ব্যবস্থাপনা পরিচালক স্যাম আলিম অনুষ্ঠানে বলেন,
“তরুণ প্রজন্মের সমাজে বদল আনতে পারবে এমন শিল্পীদের জন্য একটি প্ল্যাটফর্ম দিতে পারা আমাদের জন্য একটি সম্মানের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে তাদের মেধা তুলে ধরাই আমাদের লক্ষ্য। ওয়াটসঅন অ্যাওয়ার্ডস সফল করার জন্য সবাইকে ধন্যবাদ।”

গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার(www.greatwall.com.bd) বেস্ট ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসেবে স্বীকৃতি পাওয়ায় গুনিজনের মুখে নানান কথার মধ্যে ভাষা শিখুন ভবিষ্যৎ গড়ুন স্লোগান ভেসে আসে। মাল্টি ল্যাঙ্গুয়েজ সেন্টার হিসেবে চাইনীজ, জাপানিজ, কোরিয়ান, জার্মান ও স্পোকেন ইংলিশ এই প্রতিষ্ঠানে শেখানো হয়। এছাড়াও চীন, জাপান, কোরিয়া ও জার্মানিতে স্টুডেন্ট ভিসা নিয়ে গ্রেট ওয়াল ল্যাঙ্গুয়েজ সেন্টার কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com