নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার,১১ ফেব্রুয়ারী,২০২৫ ইং।
মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব।
এ সময় আমিনুল বলেন,বিএনপি জনগনের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে ক্রীড়াঙ্গনকে কখনও দলীয়করণ ও রাজনীতিকরণ করবে না। তারা মাঠের ক্রীড়া সংগঠকদের দিয়েই দেশের ক্রীড়াঙ্গনকে সাজাবেন।
আজ মঙ্গলবার বিকেলে সিলেট ক্রীড়া কমপ্লেক্সে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট- ২০২৪-২৫ এর সিলেট বিভাগীয় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হাবীব উন নবী খান সোহেল।
অনিষ্ঠানে আরও উপস্হিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সাবেক এমপি মোশাররফ হোসেন, ড্যাব এর যুগ্ম মহাসচিব প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম,টূর্নামেন্ট কমিটির দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল, সদস্য মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী,মোঃ মেজবাহ উদ্দিন,মোঃ মোস্তাফিজুর রহমান মামুন,রাশেদ সরকার প্রমুখ।
সিলেট বিভাগীয় সবুজ ও লাল দলের মধ্যকার উদ্বোধনী খেলায় ১-০ গোলে সিলেট সবুজ দল জয়ী হয়।