হাফসা (উত্তরা) ঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ২য় দিনের মতো আজও ঢাকা বিমানবন্দর মহাসড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি, আইইউবিএটি, অতিশ দীপংকর, উত্তরা ইউনিভার্সিটি,ওয়ার্ড ইউনিভার্সিটি , নর্দান ইউনিভার্সিটি, মানারাত ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি, আনোয়ারখান মর্ডান ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় তারা অল্প সময়ের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধকরণ, জুলাই বিপ্লবের ঘোষণা পত্র বাস্তবায়ন ও ফ্যাসিবাদ বিরোধী প্রতিরোধে কর্মসূচি পালন করেন।
ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনগণের মুক্তির সংগ্রামে দ্বিতীয় দিনের মতো আজও রাজপথে নেমে আসে জুলাই ব্রিগেড এবং July Revolutionary Alliance (JRA)।
এ সময় আন্দোলনকারীরা
বলেন, প্রশাসনের অগোচরে থাকা প্রশ্নগুলো সামনে আসার প্রেক্ষিতে আজ দ্বিতীয় দিনের মতো আবারও তারা ব্লকেড কর্মসূচি পালন করেন। আজ ১০ইমে ২০২৫ইং সন্ধ্যা ৬ ঘটিকা
উত্তরা বিএনএস সেন্টারের সামনে, ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
এ সময় তাদের প্রধান দাবিসমূহ ছিলো,
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করা।
‘জুলাই বিপ্লব’-এর ঘোষণাপত্র বাস্তবায়ন করা।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পালিয়ে যাওয়া গণবিরোধী শক্তির বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করা।
সরেজমিনে দেখা যায়,আজ বিকাল ৫ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টার থেকে বিক্ষোভ মিছিল করে হাউজবিল্ডিং হয়ে উত্তরা পূর্ব থানার সামনে গিয়ে সড়কের যান চলাচল বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগ সৃষ্টি হয়। আন্দোলনকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
অপরদিকে ছাত্রদের আন্দোলনে সমর্থন জানিয়ে উত্তরা শহীদ মীর মুগ্ধ মঞ্চে উন্নয়ন ফোরাম সমাবেশ করেন।এ সময় তারা
মীর মুগ্ধ মঞ্চ থেকে সহস্রাধিক নেতা কর্মীসহ বিক্ষোভ মিছিল নিয়ে সিংগার মোর, জমজম টাওয়ার, উত্তরা আধুনিক হাসপাতাল হয়ে হাউজ বিল্ডিং গিয়ে মিছিল শেষ করেন।