শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এক যুগ পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠল আলজেরিয়া যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িতদের নিতে অস্বীকৃতি জানিয়েছে বুরকিনা ফাসো গণতন্ত্রে ফেরার একমাত্র পথ অবাধ নির্বাচন : মির্জা ফখরুল অবৈধভাবে যারা ডিমের অর্থ হাতায় তাদের ছাড় নয় : ফরিদা আখতার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্তরা দায়মুক্তি পাচ্ছেন : আসিফ নজরুল সিলেটে স্কুল-কলেজের সমস্যার সমাধানে এম এ মালিকের প্রচেষ্টা তালায় পিআর বা সংখ্যা আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রচারপত্র বিতরণ জলবায়ু ও জ্বালানি রূপান্তরে বৈশ্বিক অংশীদারিত্ব জোরদার করা জরুরি: পরিবেশ উপদেষ্টা স্বৈরাচারী ব্যবস্থা শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল : বদিউল আলম মজুমদার সায়মন তারিকের সিনেমায় শিপন-মিষ্টি জান্নাত

৬ মাসেই ভেঙে গেল মারে-জোকোভিচের জুটি

  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৩০ বার পঠিত

স্পোর্টস ডেস্ক: ‘যেন রোনালদোকে কোচিং করাচ্ছেন মেসি’, নোভাক জোকোভিচের কোচ হিসেবে অ্যান্ডি মারের যোগ দেওয়াকে এভাবেই বর্ণনা করেছিলেন রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। ছয় মাস পরই আলাদা হয়ে গেল এই জুটি।

অস্ট্রেলিয়ান ওপেন সামনে রেখে গত নভেম্বরে মারেকে কোচ হিসেবে যুক্ত করেন পুরুষ এককে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ। ২০২৪ প্যারিস অলিম্পিকস দিয়ে খেলোয়াড়ি জীবনের ইতি টানা তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মারের কোচিংয়ের প্রথম অভিজ্ঞতা এটি।

মারের কোচিংয়ে গত অস্ট্রেলিয়ান ওপেনের সেমি-ফাইনালে ওঠেন জোকোভিচ। কিন্তু পায়ের চোটের কারণে ওই ম্যাচে প্রথম সেটে হারের পর লড়াই থেকে সরে দাঁড়ান সার্বিয়ান তারকা। ৩৭ বছর বয়সী জোকোভিচের তার মানের দিক থেকে কঠিন এক মৌসুম কাটছে। তার খেলা গত পাঁচটি টুর্নামেন্টের চারটিতে প্রথম ম্যাচ হেরেছেন, এছাড়া মায়ামি ওপেনের ফাইনালে হেরে গেছেন ১৯ বছর বয়সী ইয়াকুব মেনসিকের বিপক্ষে।

টেনিস কোর্টে লম্বা সময় ধরে জোকোভিচ ও মারে ছিলেন প্রতিদ্বন্দ্বী। সাতটি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালসহ অনেকবার একে অপরের মুখোমুখি হয়েছেন তারা। জোকোভিচ বললেন, মারেকে কোচ হিসেবে পাওয়ার সময়টাও দারুণ উপভোগ করেছেন তিনি।

তিনি জানান, “গত ছয় মাস ধরে কোর্টের ভেতরে ও বাইরে কঠোর পরিশ্রম, আনন্দ ও সমর্থনের জন্য ধন্যবাদ কোচ অ্যান্ডি। একসঙ্গে আমাদের বন্ধুত্বকে আরও গভীর করতে পারাটা খুব উপভোগ করেছি।”

জোকোভিচের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাকে শুভকামনা জানিয়েছেন ব্রিটিশ তারকা মারে। তিনি বলেন, “একসঙ্গে কাজ করার অবিশ্বাস্য সুযোগের জন্য নোভাককে ধন্যবাদ। গত ছয় মাস ধরে তার দলের কঠোর পরিশ্রমের জন্যও ধন্যবাদ। নোভাককে বাকি মৌসুমের জন্য শুভকামনা জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com